সেচ প্রকল্পে বরাদ্দ ১০০ কোটি

সরকারি ছাড়পত্র পাওয়ার পর ক্ষুদ্র সেচ এবং অনুসন্ধান দপ্তরের ইঞ্জিনিয়াররা এই প্রকল্পের প্রাথমিক পর্যায়ের কাজে হাত দিয়েছেন।

February 4, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

জলপাইগুড়ি (Jalpaiguri) এবং আলিপুরদুয়ারে ক্ষুদ্র সেচ প্রকল্পের উন্নয়নে ১০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। বরাদ্দ অর্থ দিয়ে দুই জেলায় ২০০০ ক্ষুদ্র সেচ প্রকল্প বাস্তবায়িত করা হবে। স্থানীয় নদী এবং ঝোরা থেকে জল নিয়ে জল উত্তোলন প্রকল্প যেমন হবে, তেমনি সৌর শক্তি চালিত গভীর নলকূপ বসানো হবে। ক্ষুদ্র সেচ পরিষেবা পাওয়ার জন্য কৃষকদের কোনরকম জল কর দিতে হবে না। ২০০০ নতুন ক্ষুদ্র সেচ প্রকল্পের মাধ্যমে ১২, ০০০ হেক্টর জমি সেচের আওতায় আসবে। সরকারি ছাড়পত্র পাওয়ার পর ক্ষুদ্র সেচ এবং অনুসন্ধান দপ্তরের ইঞ্জিনিয়াররা এই প্রকল্পের প্রাথমিক পর্যায়ের কাজে হাত দিয়েছেন।

শুধুমাত্র সেচ পরিষেবা নয়, আধুনিক চাষের উপকরণ জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার কৃষকদের বন্টন করা হবে। কৃষি পণ্য বিপণনের ব্যবস্থাও করবে ক্ষুদ্র সেচ (Irrigation) এবং অনুসন্ধান দপ্তর।

আলিপুরদুয়ার ১, ২, ফালাকাটা, মাদারীহাট এবং কালচিনি ব্লকের চাষীরা এই পরিষেবা পাবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen