প্রায় ১০ হাজার পুলিস নিয়োগ রাজ্যে

পাশাপাশি রাজ্যে নতুন করে ১১টি পুলিস সাব ডিভিশন তৈরি হচ্ছে। সঙ্গে তিনটি পুলিস (Police) সার্কেল গড়া হচ্ছে বলেও পার্থবাবু জানিয়েছেন।

December 23, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

রাজ্য পুলিসে ১০ হাজার ৩৭০টি নতুন পদে নিয়োগের জন্য অনুমোদন দিল নবান্ন (Nabanna)। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, সাব-ইন্সপেক্টর পদে ১ হাজার ৮৮ জন এবং কনস্টেবল পদে ৯ হাজার ২৮২ জন নিয়োগ হবে। পাশাপাশি রাজ্যে নতুন করে ১১টি পুলিস সাব ডিভিশন তৈরি হচ্ছে। সঙ্গে তিনটি পুলিস (Police) সার্কেল গড়া হচ্ছে বলেও পার্থবাবু জানিয়েছেন। তিনি বলেন, যে ১১টি নতুন পুলিস সাব ডিভিশন হচ্ছে, সেগুলি হল ডালখোলা, ইটাহার, হাবড়া, দেগঙ্গা, বাগদা, ফরাক্কা, বাদুড়িয়া, হাসনাবাদ, গোপীবল্লভপুর, বেলপাহাড়ী এবং সাগর। নতুন তিন পুলিস সার্কেল হচ্ছে পাথরপ্রতিমা, নামখানা ও সাগরে।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছেন, যে পুলিসকর্মীরা ১৫ বছর কাজ করছেন, তাঁদের মধ্যে ৫০ হাজার নিজের জেলায় পোস্টিং চেয়েছেন। ইতিমধ্যেই ৩৫ হাজার পুলিসকর্মীর বদলি হয়ে গিয়েছে। একইভাবে আবেদনকারী ১০ হাজার ১৬৩ প্রাথমিক শিক্ষকের মধ্যে ৬ হাজার ৪৬৬ জনকে বদলি করা হয়েছে নিজেদের জেলায়। স্কুলশিক্ষার ক্ষেত্রে ৫ হাজার ৫০২ জন আবেদন করেছিলেন। যাঁদের মধ্যে ৩ হাজার ৮৫২ জনের আবেদন মঞ্জুর হয়েছে। এছাড়াও আপস বদলির জন্য আবেদন করেছিলেন ৪ হাজার ৫৯৪ জন। তার মধ্যে ৪ হাজার ৪৯০ জনের আবেদন মঞ্জুর করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen