১৪ পুরোহিত করোনা আক্রান্ত, তবু বন্ধ হচ্ছে না তিরুপতি মন্দির

করোনার মতো সংক্রামক রোগে মন্দিরের পুরোহিত এবং কর্মচারীরা আক্রান্ত হয়েছেন

July 18, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

তিরুমালার পবিত্র তিরুপতি মন্দির ভক্তদের দর্শনের জন্য খোলাই থাকবে। এখনই তা বন্ধ করা হবে না। শুক্রবার মন্দির কর্তৃপক্ষ একথা জানিয়েছে। দেশে আনলক পর্বে গত ১১ জুন দর্শনের জন্য খুলে দেওয়া হয় তিরুপতি মন্দির। তারপর খবর মেলে মন্দিরের বেশ কয়েকজন পুরোহিত এবং কর্মচারীর করোনা ধরা পড়েছে। সেই খবর প্রকাশের পর থেকেই মন্দির বন্ধ রাখা হবে কি না, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়। তার মধ্যেই মন্দিরের চেয়ারপার্সন ওয়াই ভি সুব্বা রেড্ডি জানিয়ে দিলেন, এমন কোনও প্রমাণ নেই যে, দর্শনার্থীদের মধ্যে কেউ করোনায় আক্রান্ত হয়েছেন। তাই দর্শনের জন্য মন্দির বন্ধ করার কোনও পরিকল্পনা তাঁদের নেই। জানা গিয়েছে, মন্দিরের ১৪০ জন কর্মচারীর মধ্যে ১৪ জন পুরোহিতের করোনা পজিটিভ ধরা পড়েছে। এছাড়া মন্দিরে নিরাপত্তার কাজে মোতায়েন এক পুলিসও সংক্রামিত হয়েছেন। রেড্ডির দাবি, শুধুমাত্র একজন পুলিসকর্মীরই করোনা ধরা পড়েছে। এছাড়া আর কোনও পুলিসকর্মী আক্রান্ত হননি।

তিরুপতি কর্তৃপক্ষের এহেন সিদ্ধান্তে ইতিমধ্যেই বিতর্ক সৃষ্টি হয়েছে। করোনার মতো সংক্রামক রোগে মন্দিরের পুরোহিত এবং কর্মচারীরা আক্রান্ত হয়েছেন। সেই অবস্থায় মন্দির খোলা থাকলে দর্শনার্থীদের মধ্যেও সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা রয়েছে। এমনিতেই দর্শনার্থীদের ভিড়ে সামাজিক দূরত্ব সবসময় বজায় রাখা সম্ভব হবে না। সেক্ষেত্রে অনেকেই প্রশ্ন তুলছেন যে, ভক্তদের নিরাপত্তার দায়িত্ব কে নেবে? যদিও এদিন মন্দির কর্তৃপক্ষের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হল, এখনই মন্দির বন্ধ করা হচ্ছে না। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen