Operation Sindoor নিয়ে আলোচনা চেয়ে সংসদে বিশেষ অধিবেশনের দাবিতে মোদীকে চিঠি ১৬টি বিরোধী দলের

June 3, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১৪:১৭: অপারেশন সিঁদুর নিয়ে সংসদে বিশেষ অধিবেশন ডেকে আলোচনার দাবিতে প্রধানমন্ত্রী মোদীকে চিঠি দিল দেশের বিরোধী বিরোধী রাজনৈতিক দল। বেশ কিছু দিন ধরেই দেশের বিরোধী নেতারা অপারেশন সিঁদুর নিয়ে সংসদে আলোচনার দাবি জানাচ্ছিলেন। জানা যাচ্ছে, যে সব রাজনৈতিক দল বিশেষ অধিবেশন চেয়ে চিঠি দিয়েছে, তারা হল কংগ্রেস, সমাজবাদী পার্টি, তৃণমূল, ডিএমকে, শিবসেনা (উদ্ধব), আরজেডি, জেকেএনসি, সিপিআই (এম), আইইউএমএল, সিপিআই, আরএসপি, জেএমএম, ভিসিকে, কেরালা কংগ্রেস, এমডিএমকে, সিপিআই (এমএল) এবং সরাসরি চিঠি লিখেছে আপ। চিঠিতে সাক্ষর করলেও কোনও ডিএমকে সাংসদ এদিন কনস্টিটিউশন ক্লাবে হাজির থাকতে পারেননি। আজ, প্রয়াত নেতা করুনানিধির ১০২তম জন্ম বার্ষিকী হওয়ায় ডিএমকে সাংসদেরা ব্যস্ত রয়েছেন।

এদিন কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক সম্মলেন করেন বিরোধী সাংসদেরা। তৃণমূল সাংসদ তথা রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন জানান, “এই চিঠিতে পুঞ্চ, রাজৌরি, উরির কথা রয়েছে। অপারেশন সিঁদুর নিয়ে সংসদে আলোচনার জন্য বিশেষ অধিবেশন ডাকতে হবে। সরকার সংসদের কাছে দায়বদ্ধ আর সংসদ দেশবাসীর কাছে দায়বদ্ধ।”

ডেরেক জানান, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, অখিলেশ যাদব, অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রিয়াঙ্কা গান্ধী, রাজ রাম সিং, কেসি ভেনুগোপাল, অভয় কুমার সিং সহ দেশের তাবড় বিরোধী নেতারা চিঠিতে সাক্ষর করেছেন। সংশ্লিষ্ট বিরোধী দলগুলোর রাজ্যসভা ও লোকসভার সাংসদেরাও চিঠিতে সাক্ষর করবেন বলে জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen