বাংলায় নিম্নমুখী করোনা গ্রাফ, দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা ১৫০০ এর নিচে
এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২১ হাজার ২৮২ জনের।
July 18, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত ১,৪৪৯ জন। রাজ্য স্বাস্থ্যদপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ৭২ হাজার ৩০৭। মৃত্যুহার কমে দাঁড়িয়েছে ১.০৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় করোনার বলি ৬ জন।
এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২১ হাজার ২৮২ জনের। করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লক্ষ ২১ হাজার ৪৪২ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৭.৫৫ শতাংশ।
একদিনে ৮ হাজার ৫৭৩টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ১৬.৯০ শতাংশ। ভাইরাস মোকাবিলায় একদিনে ৬০ হাজার ২০৫ ডোজ দেওয়া হয়েছে। রাজ্যে মোট ৫০ লক্ষ ৬০ হাজার ১৬১ প্রিকশন ডোজ দেওয়া হয়েছে।