বাংলায় আবারও ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ, দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা ২,২৪৩
এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২১ হাজার ২৮৮ জনের।
July 19, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত ২,২৪৩ জন। রাজ্য স্বাস্থ্যদপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ৭৪ হাজার ৫৫০। মৃত্যুহার কমে দাঁড়িয়েছে ১.০৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় করোনার বলি ৬ জন।
এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২১ হাজার ২৮৮ জনের। করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লক্ষ ২৪ হাজার ২৯৩ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৭.৫৮ শতাংশ।
একদিনে ১৪ হাজার ৫৯০টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ১৫.৩৭ শতাংশ। ভাইরাস মোকাবিলায় একদিনে ৪ লক্ষ ৭৬ হাজার ৯৯১ ডোজ দেওয়া হয়েছে। রাজ্যে মোট ৫৪ লক্ষ ৮৪ হাজার ৬৭৬ প্রিকশন ডোজ দেওয়া হয়েছে।