সুস্থতার পথে বাংলা, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৩৯
মৃত্যুহার কমে দাঁড়িয়েছে ১.০৫ শতাংশ।
June 1, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত ৩৯ জন। শনিবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ১৯ হাজার ৪৪৪। মৃত্যুহার কমে দাঁড়িয়েছে ১.০৫ শতাংশ।
এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২১ হাজার ২০৪ জনের। করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লক্ষ ৯৭ হাজার ৮৮৩ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৮.৯৩ শতাংশ।
একদিনে ৮ হাজার ০২৩ টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ০.৪৯ শতাংশ। ভাইরাস মোকাবিলায় একদিনে ৫৩ হাজার ৪৯৫ ডোজ দেওয়া হয়েছে। রাজ্যে মোট ২৯ লক্ষ ৩৬ হাজার ৬৬২ প্রিকশন ডোজ দেওয়া হয়েছে।