এক বছর পর বাংলায় করোনায় মৃত্যু নেমে শূন্যে, কিছুটা বাড়ল দৈনিক সংক্রমণ
সংক্রমিতের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়েই বাড়ছে উদ্বেগ।

বঙ্গবাসীর কাছে সুখবর। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুহীন গোটা বাংলা। যদিও সংক্রমিতের সংখ্যা বাড়ল কিছুটা। বেড়েছে পজিটিভিটি হারও।
রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৫৩ জন। দৈনিক সংক্রমিতের নিরিখে শীর্ষে কলকাতা। সেখানে একদিনে ৩২ জন ভাইরাস আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ২৮ জন আক্রান্ত হওয়ায় দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। এখনও পর্যন্ত মোট ২০ লক্ষ ১৫ হাজার ৪০৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। অ্যাকটিভ কেস ১ হাজার ৭৯৫।
সংক্রমিতের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়েই বাড়ছে উদ্বেগ। তবে গত ২৪ ঘণ্টায় উল্লেখযোগ্য মৃত্যুশূন্য। করোনা একদিনে প্রাণ কাড়েনি কারও। তাই মোট মৃতের সংখ্যায় কোনও হেরফের নেই। এখনও পর্যন্ত বাংলায় ২১ হাজার ১৭৮ জনের প্রাণ কেড়েছে। মৃত্যুহার ১.০৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হারও যথেষ্ট ভাল। একদিনে সুস্থ ১৬৬ জন। এখনও পর্যন্ত ১৯ লক্ষ ৯২ হাজার ৪৩৩ জন। সুস্থতার হার ৯৮.৮৬ শতাংশ।
একদিনে ২২ হাজার ২২৬টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত ২ কোটি ৪২ লক্ষ ৫৮ হাজার ৪৬৪টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ০.৬৯ শতাংশ। আপাতত রাজ্যে অনেকটাই শিথিল কোভিডবিধি। অনলাইন ক্লাস এখন প্রায় অতীত। খুলে গিয়েছে স্কুল। তবে আগামী ১৫ মার্চ পর্যন্ত রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি নৈশকালীন বিধিনিষেধ।