লন্ডনে দ্বিতীয় ভাষা বাংলা
এও একপ্রকার বাঙালির বিলেত জয়!
কারণ সরকারি ভাবে লন্ডনে ইংরেজির বাইরে সবথেকে বেশি ব্যবহৃত ভাষা হিসেবে স্বীকৃতি পেয়ে গেল বাংলা। তার পরেই রয়েছে পোলিশ ও তুর্কি ভাষা। লন্ডনে বসবাসকারী ৩ লক্ষ ১১ হাজার ইংরেজি না-বলা মানুষের মধ্যে ১ লক্ষ ৬৫ হাজার মানুষ কথা বলেন এই তিন ভাষায়। তার মধ্যে বাংলা ভাষা ব্যবহারকারীর সংখ্যাই প্রায় ৭১,৬০৯!
সম্প্রতি লন্ডনেরই সিটি লিট নামে একটি সংস্থার সমীক্ষায় উঠে এসেছে এই চমকপ্রদ তথ্য। এবং এর ফলে লন্ডনে বসবাসকারী ব্রিটিশরা সমাজের বিভিন্ন স্তরে নিজেদের যোগাযোগ বাড়াতে পারছেন না, এমন সিদ্ধান্তেও উপনীত হয়েছেন গবেষকরা। কারণ, সমীক্ষায় বলছে লন্ডনবাসী ব্রিটিশদের মাত্র ৮% মাতৃভাষার বাইরে অন্য কোনও ভাষা সড়গড় ভাবে বলতে পারেন।
যদিও এই সমীক্ষা ও গবেষণার অন্যতম কারণই হল লন্ডনের ভাষাগত ও সামাজিক বৈচিত্র তুলে ধরে বিভিন্ন ভাষাভাষী ও জাতির মধ্যে মেলবন্ধন বাড়ানো। তাতেই দেখা যাচ্ছে, লন্ডন শহরের তিন প্রান্তে ইংরেজির পরেই সবথেকে বেশি যে ভাষায় মানুষজন কথা বলেন, সেটা বাংলা। অথচ মজার বিষয়, ব্রিটিশদের মাত্র ৩% বাংলায় সড়গড় ভাবে কথা বলতে পারেন বলে জানানো হয়েছে সমীক্ষায়।