দেশ বিভাগে ফিরে যান

হনুমান তাড়াতে বাঘের দারস্থ কৃষক

December 5, 2019 | < 1 min read

হনুমানের উত্পাতে অতিষ্ট হয়ে শেষে ‘বাঘ’-এর সাহায্য নিতে হল এক কৃষককে। আর তাতে কাজও দিল বেশ। হনুমান তাড়াতে বাঘ পেলেন কোথা থেকে ? আর এখানেই মজা।

কর্নাটকের তীর্থহালি তালুকের নালুরু গ্রামের বাসিন্দা শ্রীকান্ত গৌড়া। হনুমানদের ফসল নস্ট করা আটকাতে মাথায় আসে বাঘের কথা। তবে আসল বাঘ আর পাবেন কোথায়, তাই নকল বাঘের ব্যবস্থা করেন।

প্রথমে একটি পুতুল ব্যবহার করেন। ক্ষেতের কাছে সেটিকে একটি উঁচু জায়গায় দাঁড় করিয়ে দেন শ্রীকান্ত। দেখেন এতে ভালই কাজ হচ্ছে। জমির সামনে ‘বাঘ’ দাঁড়িয়ে থাকতে দেখে ফসলের দিকে ঘেঁসার সাহস পাচ্ছিল না হনুমানগুলি।

‘বাঘ’ ব্যবহারের কৌশল বেশ কয়েকবার কাজে দিলেও, বেশি দিন তা চলে না। তাই এবার তিনি নতুন বুদ্ধি বের করেন। এবার একটি কুকুরকে বাঘের মতো ডোরাকাটা রং করেন। কুকুরটির গায়ে কলপের কালো রং মাখিয়ে দেন। দূর থেকে তার ডোরাকাটা দাগ দেখলে মনে হবে, সত্যিই যেন একটি বাঘ দাঁড়িয়ে রয়েছে।

শ্রীকান্তর এই কুকুরকে বাঘ সাজানোর কৌশল ভালই কাজ দেয়। বাঘ সেজে কুকুরটি খেতের চার দিকে ঘুরে বেড়াত আর তার ভয়ে হনুমান আর ফসলের কাছে ঘেঁসার সাহস করত না।

তিন বছর আগের এই ছবিটি সম্প্রতি আবার সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

আরো দেখুন