নবম বর্ষে কলকাতা কুইজ ফেস্টিভ্যাল
মার্কেটিং জগতের সাথে যুক্ত সম্রাট সেনগুপ্ত এবং বিজ্ঞাপন বিশেষজ্ঞ আন্তন মুখার্জীর মস্তিষ্কপ্রসূত কলকাতা কুইজ ফেস্টিভ্যাল নবম বর্ষে পড়ল। বিশ্বের সবথেকে বড় কুইজ ফেস্টিভাল হল শুরু হয়েছে ৬ই জানুয়ারী, চলবে এক সপ্তাহ ধরে।
এই ফেস্টিভালের মুখ্য উদ্দেশ্য কুইজ সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং বিশ্বের সমস্ত কুইজ প্রতিভাকে কলকাতায় আনা। এই ফেস্টিভালে থাকে স্কুল পড়ুয়া, কলেজের সেরা, পেশাদার, অভিজ্ঞ কর্পোরেট এবং দেশ বিদেশের বিভিন্ন স্তর থেকে আসা উৎসাহী মানুষ।
এই ফেস্টিভালের এক উল্লেখযোগ্য অংশ হল কেকিউএফ স্ক্রোল অফ ওনার – যে সকল ব্যক্তি, দল ও কর্পোরেট বহু বছর ধরে কুইজের প্রচার করছেন ও মান বাড়াচ্ছেন, তাদের সম্মান প্রদান করা হবে।
এর আগে সেরার শিরোপা পেয়েছে নিল ও’ব্রায়েন, অমিতাভ বচ্চন, সিদ্ধার্থ বসু, জয় ভট্টাচার্য্য, অত্রী ভট্টাচার্য্য, আমীন সায়নী, টেলিগ্রাফ পত্রিকা এবং কর্ণাটক কুইজিং অ্যাসোসিয়েশন।