বিনোদন বিভাগে ফিরে যান

২০২০তে চমক টলিউডের তরুণ তুর্কীরা

January 9, 2020 | 2 min read


প্রসেনজিৎ, দেব, জিৎ বা ঋতুপর্ণা, কোয়েল— এমন প্রতিষ্ঠিত নায়ক-নায়িকাদের ওপর ২০২০-তে টলিউড ভরসা করছে যতটা, একই রকম ভরসা জাগছে নতুন প্রজন্মের ওপর। বেশ কিছু নতুন মুখকে প্রথম সারির পরিচালকরা নিজেদের ছবির প্রটাগনিস্ট করে ফেলেছেন ইতিমধ্যেই।

পরের প্রজন্মের নায়িকাদের মধ্যে কৌশানী, ঋত্বিকা বেশ কিছু ছবিতে সুযোগ পেয়েছেন গত কয়েক বছরে। বনির সঙ্গে জুটি বেঁধে কৌশানী প্রথমে সাফল্য পেলেও পরে পাননি। অপর্ণা সেন থেকে সৃজিত মুখোপাধ্যায়ের মতো পরিচালকদের ছবিতেও ঋত্বিকা যখন কাজ করেছেন, সে ছবি ফ্লপ হয়েছে। সে কারণেই অনেক পরিচালক গত দু’ বছরে সৌরসেনী, ইশা, তুহিনা-র মতো নতুন মুখ নিয়ে ভাবনাচিন্তা করেছেন।

অন্তত দু’ জন পরিচালকের ভরসা ঋদ্ধি সেনের ওপর। ঋদ্ধি সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন ২০১৯-এর ‘নগরকীর্তন’ ছবির জন্য। কিন্তু তারপর ভেবেচিন্তে চিত্রনাট্য নির্বাচন করবেন, এমনটাই ঠিক করেছিলেন। সে কারণে গত বছর শুটিং ফ্লোরে তাঁকে সেরকমভাবে পাওয়া যায়নি। এ বার পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত-র ছবিতে কাজ করছেন ঋদ্ধি। পরিচালক পাভেলের পরবর্তী চিত্রনাট্যও ঋদ্ধিকে নিয়েই।

টিভিতে সাড়া ফেলা মধুমিতা সরকার কি সিনেমায় একই ভাবে সাড়া ফেলবেন? অন্যতম কৌতূহল এটাই। টলিউডের নামী প্রযোজনা সংস্থার বাজি এখন মধুমিতা। পরিচালক ইন্দ্রাশিস আচার্যর ছবিতে প্রথমবারের জন্য প্রধান চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী অনুরাধা মুখোপাধ্যায়। আবার বছরের একটি গুরুত্বপূর্ণ ছবিতে প্রধান মুখ উজান গঙ্গোপাধ্যায়, যে ছবির পরিচালক উজানের বাবা কৌশিক গঙ্গোপাধ্যায়। একটি ছবির নায়ক হিসেবে দেখা যাবে সোহম মজুমদারকে। ঋতাভরী চক্রবর্তী রয়েছেন এ ছবিতে।

সবে বছর শুরু। টলিউডের পরিচালকরা যেভাবে ভাবছেন তাতে, আরও অনেক পরিচালকের ছবিতেও এ বছর নতুন মুখের দাপট থাকবে। যেমন পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়ের পরবর্তী ছবিতে নতুন মুখ দেখা যাবে বলে খবর। পরিচালক মৈনাক ভৌমিকও এ বছর জোর দিতে পারেন নতুন মুখের ওপর। সব মিলিয়ে ২০২০-র শেষে টলিউডে অন্তত ১৫টি গুরুত্বপূর্ণ ছবি থাকবে একেবারে নতুন মুখের দখলে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Entertainment, #Tollywood, #Bengali Cinema

আরো দেখুন