দেশ বিভাগে ফিরে যান

একতা না থাকলে প্রতিবাদ করে লাভ নেই: CAA বিরোধীদের বার্তা অমর্ত্য সেনের

January 15, 2020 | < 1 min read

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে যারা প্রতিবাদে গর্জে উঠেছেন, তাঁদের একতা বজায় রাখতে আবেদন করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। একতা না থাকলে প্রতিবাদ করে কোনও লাভ হয় না বলে মন্তব্য করেছেন তিনি। সোমবারই সিএএ এবং এনআরসি নিয়ে আলোচনা করে বিরোধী দলগুলির বৈঠকে অনুপস্থিত তৃণমমূল কংগ্রেস-সহ দেশের ছটি প্রধান আঞ্চলিক দল। তার প্রেক্ষিতেই এই মন্তব্য করেন অমর্ত্য।

৮৬ বছরের নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেন, ‘যে কোনও ধরনের প্রতিবাদ-আন্দোলনে একতা অত্যন্ত প্রয়োজনীয়। একতা থাকলে প্রতিবাদ জানানো অনেক সহজ হয়ে যায়। তাই যদি কোনও সঠিক ইস্যুতে প্রতিবাদ জানাতে হয়, তাহলে একতা বজায় রাখতেই হবে। তবে আমি বিশ্বাস করি যে একতা না থাকলেও প্রতিবাদ যেন বন্ধ না হয়ে যায়।’ 

এর আগে একাধিকবার নাগরিকত্ব আইনের বিরুদ্ধে মুখ খুলেছেন অশীতিপর অর্থনীতিবিদ। সোমবারের বৈঠকে উপস্থিত ছিল না তৃণমূল কংগ্রেস, বহুজন সমাজ পার্টি, শিবসেনা, ডিএমকে এবং সমাজবাদী পার্টি। অরবিন্দ কেজরিওয়ালের আপ দাবি করে যে তাদের বৈঠকে আমন্ত্রণই জানানো হয়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Nobel Laureate, #Amartya Sen, #CAA Protest

আরো দেখুন