‘গাঙ্গুবাঈ’ আলিয়া যেন ‘দেবীর’ শর্মিলা
পরিচালক সঞ্জয়লীলা বনশালির ছবিতে আলিয়া ভাট। ছবির নাম ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’। হুসেইন জাইদির লেখা ‘মুম্বই মাফিয়া কুইন’ বই অবলম্বনেই সঞ্জয়লীলা বনশালি তৈরি করছেন এই ছবি।
গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়িকে অনেকেই ‘মুম্বই মাফিয়া কুইন’ নামে চেনেন। আলিয়া ভাটও অনেকদিন আগেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন মুম্বইয়ের যৌনপল্লি কামাথিপুরার ডাকসাইটে মহিলা গাঙ্গুবাঈয়ের চরিত্রকে আত্মস্থ করতে। মন দিয়ে শিখছেন যৌনকর্মীর শরীরী ভাষা। উল্লেখ্য, গাঙ্গুবাঈয়ের চরিত্রের জন্য আলিয়াকে আলাদা করে কাঠিয়াওয়াড়ি ভাষাও শিখতে হয়েছে।
মকর সংক্রান্তি উপলক্ষে মুক্তি পেল ছবির ফার্স্ট লুক। সেই ছবি দেখে অনেকের আবার সত্যজিৎ রায়ের ‘দেবী’ ছবিতে শর্মিলা ঠাকুরের কথা মনে পড়েছে।
ছবির পরিচালক সঞ্জয়লীলা বনশালি খোদ ঘোষণা করে ফেলেছেন ছবি মুক্তির দিনও। ২০২০ সালের ১১ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’।