প্রযুক্তি বিভাগে ফিরে যান

করোনা আতঙ্কে বাড়ছে অনলাইন শপিংয়ের চাহিদা

March 17, 2020 | < 1 min read

মারণ করোনায় আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। ভয়ঙ্কর প্রভাব ভারতেও। আতঙ্ক ছড়িয়েছে এরাজ্যেও। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগামী সোমবার থেকে রাজ্যের সব সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা বিশ্ববিদ্যালয় বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

করোনা আতঙ্কে ডিজিটাল বাঙালি। দোকানে ঘুরে চাল, চিনি, দুধ কেনা নয়। জমায়েত এড়াতে অনলাইনের দিকেই এখন বেশি ঝুঁকে মধ্যবিত্ত।

করোনায় যেমন মাথায় হাত ব্যবসায়ীদের। তেমনই চিন্তায় মধ্যবিত্ত। এতদিন অনলাইনে জামা-কাপড় কেনার অভ্যাস ছিল। কিন্তু চাল-চিনি-দুধ, বাজার থেকে দোকান ঘুরে কিনতেই অভ্যস্ত ছিল মধ্যবিত্ত। কিন্তু করোনা আতঙ্কে সেই অভ্যাসেও বদল ঘটছে।

জমায়েত এড়াতে অফলাইনের বদলে অনলাইনেই মাসকাবারি কেনার দিকে এখন ঝুঁকছে বাঙালি। ছুটির দিনে শপিংমলে আড্ডাও এখন শিকেয় উঠছে। পাব-রেস্তোরাঁয় জমায়েত কমাতে বলা হয়েছে। তাই ভরসা এখন অনলাইন ফুড ডেলিভারি। বিশেষজ্ঞদের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত অনলাইনে এই চাহিদা বাড়বে। কারণ, যত বেশি জমায়েত এড়ানো যাবে, তাতে লাভ হবে সাধারণ মানুষের।

রইলো কিছু অ্যাপের খোঁজঃ

গ্রোফার্স – এটি ভারতবর্ষের সবচেয়ে বড় গ্রসারি শপিং অ্যাপ। বাজারের চেয়ে কম দামে এখানে জিনিসপত্র পাওয়া যায়।   

গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন –https://play.google.com/store/apps/details?id=com.grofers.customerapp

বিগ বাস্কেট – এটি ভারতের জনপ্রিয় একটি গ্রসারি শপিং অ্যাপ। ৬ মিলিয়নের বেশী কাস্টোমার রয়েছে। এখানেও মেলে অনেক ডিসকাউন্ট।  

গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন https://play.google.com/store/apps/details?id=com.raincan.android.hybrid

স্পেন্সার্স – একটি জনপ্রিয়  গ্রসারি শপিং অ্যাপ। এর অনেক আউটলেট ও আছে। সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে বিশেষ ছাড় মেলে। 

গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন https://play.google.com/store/apps/details?id=com.bsl.spencers.activity

TwitterFacebookWhatsAppEmailShare

#Spencers, #Grocery online, #Grofers, #Big Basket

আরো দেখুন