দেশ বিভাগে ফিরে যান

Covid-19: এসে গেল দেশীয় প্রযুক্তিতে তৈরী করোনাভাইরাস টেস্ট করার কিট

March 25, 2020 | < 1 min read

করোনাভাইরাস টেস্ট করার জন্য কিট বানিয়েছে পুনের এক সংস্থা। এটি ইতিমধ্যেই ছাড় পেয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের। এই কিটটি হল প্রথম দেশীয় প্রযুক্তিতে প্রস্তুত করোনা টেস্ট করার জন্য। Mylab Discovery Solutions Pvt Ltd প্রস্তুত করেছে টেস্টিং কিটটি। একটি কিটে ১০০ জন রোগীর টেস্ট হতে পারে। ইতিমধ্যেই ১১ জনের মৃত্যু সহ করোনাভাইরাসে ভারতে আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। পরিস্থিতি সামলাতে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। বিষদে জানতে ভিডিওটি দেখুন।

TwitterFacebookWhatsAppEmailShare

#CoronaAlert, #covid-19, #testing kit

আরো দেখুন