প্রযুক্তি বিভাগে ফিরে যান

ভারতে লঞ্চের আগেই ফাঁস Vivo V19-এর স্পেসিফিকেশন!

March 25, 2020 | < 1 min read

এ বার ভারতে আসতে চলেছে Vivo V19। খুব শীঘ্রই ভারতে লঞ্চ হবে এই ফোন। জেনে নিন Vivo V19-এর সম্ভাব্য স্পেসিফিকেশন আর দাম:  

১) এই ফোন দু রকম ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। ১২৮ জিবি ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ আর থাকছে ৮ জিবি RAM।

২) এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে।

৩) এই ফোনের পিছনে এলইডি ফ্ল্যাস-সহ চারটি ক্যামেরা থাকছে। ৪৮ মেগাপিক্সলের ওয়াইড ক্যামেরা, ৮ মেগাপিক্সলের আল্ট্রাওয়াইড ক্যামেরা, ২ মেগাপিক্সল ম্যাক্রো ক্যামেরা, ২ মেগাপিক্সল ডেপথ ক্যামেরা থাকছে। আর সেলফি ক্যামেরায় থাকছে ৩২ মেগাপিক্সল ক্যামেরা ও ৮ মেগাপিক্সল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।

৪) ফোনের ভিতরে থাকছে Snapdragon 712 চিপসেট

৫) এই ফোনে ৬.৪৪ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে থাকছে।

৬) দুটি রঙে পাওয়া যাবে এই ফোন। কালো ও রূপালি।

৭) এই ফোনে ৪,৫০০ mAh ব্যাটারি থাকছে। এছাড়াও থাকছে ৩৩W ফাস্ট চার্জ সাপোর্ট।

৮) এই ফোনে ডিসপ্লের নিচে থাকছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর

৯) মনে করা হচ্ছে ভারতে এই ফোনের দাম হতে পারে ২১,০০০ টাকা থেকে ২৫,০০০ -এর মধ্যে হতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

#vivo v19 specification, #technews

আরো দেখুন