ট্র্যাফিক জরিমানা দিন অনলাইনে, জানুন পদ্ধতি
পথ দুর্ঘটনা কমানোর লক্ষ্যে পুলিশি কড়াকড়ি আগের থেকে বেড়েছে বলেই মত চালক-আরোহীদের। শুধু তাই নয়, ট্র্যাফিক ক্যামেরার মাধ্যমেও আইন ভঙ্গকারী গাড়ি/বাইককে চিহ্নিত করা হচ্ছে।
এমন সময়ে জানা প্রয়োজন, অনলাইনে কীভাবে জরিমানা দেওয়া যায়? অর্থাৎ, ই-চালান কীভাবে দেবেন? সেই তথ্য জানা থাকলে, ট্র্যাফিক জরিমানা দেওয়ার সময় ঝক্কি কম হবে।
অনলাইনে কীভাবে ই-চালান দেবেন?
ধাপ ১: http://echallan.parivahan.gov.in ওয়েবসাইটে যান। সেখানে ‘Check Challan Status’-এ ক্লিক করুন।
ধাপ ২: চালান নম্বর বা ড্রাইভিং লাইসেন্স নম্বর দিয়ে জরিমানা তথ্য জানতে পারবেন। সব তথ্য দেওয়ার পর ‘Get Details’-এ ক্লিক করুন।
ধাপ ৩: যদি কোনও জরিমানা বাকি থাকে, তা সম্পর্কিত তথ্য দেখা যাবে। তবে যদি জরিমানা না থাকে, তবে কোও তথ্যই দেখাবে না।
ধাপ ৪: জরিমানা তথ্য দেখতে পেলে, তা বাছাইয়ের মাধ্যমে অনলাইনে জরিমানার টাকা দেওয়া যাবে।
ধাপ ৫: পেমেন্ট অপশনে গিয়ে ‘Pay Now’-তে ক্লিক করতে হবে।
ধাপ ৬: পেমেন্ট সফল হলে আপনার মোবাইল নম্বরে মেসেজ আসবে। এবং আপনি একটি আইডি পাবেন।
খুব সহজেই হয়ে গেল ই-চালান।