জীবনশৈলী বিভাগে ফিরে যান

ভুলেও দুধের প্যাকেট কাটবেন না

March 29, 2020 | < 1 min read

সকাল হলেই ডেয়ারি থেকে দুধের প্যাকেট জমা পড়ে ব্যালকনিতে। খাটালে গিয়ে দুধ আনার জামানা প্রায় শেষ। শহরাঞ্চলে এই খাটালের ভাবনা এখন অনেকটাই ফিকে। দোকান থেকে দুধ আসার পরই সেই প্যাকেটের মুখ কেটে আপনি গরম করতে বসান। আর এখানেই বিপত্তি।

ওই যে ছোট টুকরোটি কেটে মাটিতে ফেললেন তা কিন্তু বায়োডিগ্রেডেবল নয়। অর্থাৎ তা এতই ছোট যে মাটিতে মিশে যেতে পারে না। এখান থেকেই ছড়াচ্ছে মারাত্মক দূষণ। সম্প্রতি বেঙ্গালুরুতে প্রায় ৫০ লক্ষ এরকম টুকরো খুঁজে পাওয়া গিয়েছে।

পরিবেশবিদদের মতে , দুধের প্যাকেট বড় হয়, উচ্চ তাপমাত্রায় তাকে পুড়িয়ে ছোট করে ফেলা সম্ভব। কিন্তু এই টুকরোগুলিকে কিছুই করা যায় না। তাই তাঁরা অনুরোধ করছেন আলাদা করে না কেটে প্যাকেট অল্প ছিদ্র করে কাজ সারলে পরিবেশের ক্ষতি হবে না। আর মানুষ-সহ অন্যান্য প্রাণীকূলও বিপদমুক্ত থাকবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Milk pouch, #Milk packet, #Milk

আরো দেখুন