রাজ্য বিভাগে ফিরে যান

রাজ্যে এক ধাক্কায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়লো ১৩

April 2, 2020 | < 1 min read

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় বাড়লো ১৩। রাজ্য সরকারের তরফ থেকে এই তথ্যে শিলমোহর পড়েনি। এখনো পর্যন্ত রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে তিন জনের। বাকি তিন করোনা আক্রান্তের মৃত্যুর কারন মূল্যায়ন করেছে সরকার। তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

অ্যাপলো হাসপাতালে ভর্তি পাঁচজনের মধ্যে রয়েছে আমহার্স্ট স্ট্রিট থানা এলাকার একই পরিবারের দুই সদস্য। বাকি তিনজন যথাক্রমে সল্টলেক, দক্ষিণ কলকাতা ও মেদিনীপুরের বাসিন্দা। এদের মধ্যে দুজনের জার্মানির সাথে যোগসূত্র রয়েছে। বাকি তিনজনের বিদেশ বা ভিন রাজ্যের সাথে কোন যোগ পাওয়া যায়নি।

পাশাপাশি দমদম নাগেরবাজার ও সল্টলেকের বেসরকারি হাসপাতালে ভর্তি দুজনও এই ভাইরাসে সংক্রমিত। আলিপুর কম্যান্ড হাসপাতালের আক্রান্ত চিকিৎসকের গাড়িচালকও সংক্রমিত। অন্যদিকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি চারজন করোনায় আক্রান্ত। এই চারজনেরই সংক্রমণ মৃত কালিম্পং-এর মহিলার থেকে।

মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি এক ব্যক্তির রিপোর্ট ও পজিটিভ। এই ব্যক্তি ডানকুনির করোনা আক্রান্ত যুবকের সংস্পর্শে এসেছিলেন। 

TwitterFacebookWhatsAppEmailShare

#CoronaAlert, #CoronaOutbreak, #live update, #Lockdown, #West Bengal, #Kolkata

আরো দেখুন