← রাজ্য বিভাগে ফিরে যান
রাজ্যে এই মুহূর্তে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ৪৯
রাজ্যে এই মুহূর্তে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ৪৯। সাংবাদিক বৈঠক করে এমনটাই জানান মুখ্যসচিব রাজীব সিংহ। এখন অবধি মোট১২ জন করোনা আক্রান্ত রুগী সুস্থ হয়ে উঠেছেন এবং মারা গেছেন ৩ জন। এছাড়াও অন্যান্য উপসর্গের কারণে মারা গেছেন ৪ জন করোনা পজিটিভ মানুষ।
করোনা মোকাবিলায় ৭ টি পরীক্ষা কেন্দ্র রয়েছে রাজ্যে, ৫ টি সরকারি ও ২ টি বেসরকারি কেন্দ্র , জানান মুখ্যসচিব।
তিনি আরও বলেন, রাজ্য জুড়ে ৫১৬ টি কোয়ারেন্টাইন সেন্টার তৈরি হচ্ছে। রাজ্যে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৫২ হাজার ৮০ জন।
স্বস্তির খবর এই যে হোম কোয়ারেন্টাইন থেকে ৩ হাজার ৩৬ জন মুক্ত হয়েছেন। সরকারী কোয়ারেন্টাইন থেকে ৩ হাজার ৩৮৬ জন মুক্ত হয়েছেন।
কলকাতায় ৪টি এবং জেলায় ৫৫ টি হাসপাতালে করোনা চিকিৎসা করা হবে বলে জানান তিনি। পাশাপাশি, আরও ৫০ হাজার মাস্ক বিলি করবে রাজ্য সরকার।