কলকাতা বিভাগে ফিরে যান

পাকিস্তানের ছবিকে পার্ক সার্কাসের বলে ভুয়ো প্রচার

April 4, 2020 | < 1 min read

কিছুদিন ধরেই কয়েকটি ছবি ঘুরে বেড়াচ্ছে সোস্যাল মিডিয়ায়। ছবিগুলিতে দেখা যাচ্ছে কোন একটি বাজারের মতো এলাকায় হাজার হাজার মানুষের ভিড়। এই ছবিগুলি টুইটার, ফেসবুকে শেয়ার করে বলা হচ্ছে কলকাতার পার্ক সার্কাস, রাজাবাজার, মেটিয়াবুরুজ, খিদিরপুর এলাকায় লকডাউনকে উপেক্ষা করে মানুষের ঢল। 

বিজেপির নেতা তথা মেঘালয়ের রাজ্যপাল রিটুইটও করেন এই ছবিগুলি।

কিন্তু আদপেও এই ছবিগুলি ভুয়ো। যাচাই করে দেখা গেছে যেই ছবিটিতে এক দোকানদার খাবার নিয়ে বসে আছে এবং পাশে পাঞ্জাবি পড়া একজন দাঁড়িয়ে আছে সেই ছবিটা রাজাবাজারের বটে তবে তা পাকিস্তানের রাউলপিন্ডির রাজাবাজার। 

পরের ছবি যাতে উর্দুতে লেখা একটি ফেস্টুন দেখা যাচ্ছে সেই ছবিটিও রাউলপিন্ডিরই। 

চিত্র সৌজন্যে- tripadvisor

শেষ ছবিদুটি একটি শিয়ালদা ফ্লাই অভার বন্ধ নিয়ে একটি রিপোর্ট থেকে নেওয়া কোলে মার্কেটের ছবি এবং যেখানে সবাই স্নান করছে সেটি পার্ক সার্কাসের ছবিই,কিন্তু লকডাউন ঘোষনার অনেক আগে। 

তাই ভুয়ো খবরে বিচলিত হবেন না। চোখ কান খোলা রাখুন, যাচাই করুন।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #fake news alert, #pakistan

আরো দেখুন