লকডাউনের বার্তা দিতে নয়া উদ্যোগ কলকাতার ঘুড়ি বিক্রেতার
সারা দেশ সমগ্র বিশ্ব ভুগছে এক মহামারিতে। যখন আমরা প্রত্যেকে নিজেদের সামলাতে ব্যস্ত, কলকাতায় এমন একজন আছেন যিনি কোনও সরকারি প্রতিনিধি না হয়েও মানুষের কথা ভাবছেন। তিনি তাঁর বার্তা সকলকে দিতে এক অভিনব উদ্যোগ নিয়েছেন।
নীলমণি সেন, যিনি ওয়েলিংটনে তাঁর পারিবারিক ঘুড়ি তৈরীর ব্যবসার সঙ্গে যুক্ত, নিজের ছাদ থেকে ঘুড়ি উড়িয়ে নিজের বার্তা দিচ্ছেন। এখন তিনি যেসব ঘুড়ি তৈরী করছেন তাতে লকডাউন মেনে চলার বিভিন্ন বার্তা আছে। যেমন, বাড়িতে থাকুন, বারবার হাত ধুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন ইত্যাদি।
তাঁকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “আমি এর আগেও করেছি এরকম কাজ। কিছুদিন আগে আমি ঘুড়িতে বায়ু ও পরিবেশ দূষণ রোখার বার্তা দিয়েছিলাম। এবার মনে হল করোনা নিয়ে আমরা সকলে আতঙ্কিত। একমাত্র বাঁচার উপায় বাড়িতে থাকা ও খুব প্রয়োজন ছাড়া না বেরোনো। যেহেতু পরিবারের বয়স্ক ও শিশুরা এই রোগের দ্বারা বেশী ক্ষতিগ্রস্ত হতে পারেন, তাদের একদমই বেরোনো উচিৎ না। আমরা সকলে একসঙ্গে এই পরিস্থিতিতে আছি। আমরা একসঙ্গে লড়বো এবং শীঘ্রই এর থেকে বেরিয়ে আসতে পারবো।”