দেশ বিভাগে ফিরে যান

বাড়তে পারে লকডাউনের মেয়াদ, ইঙ্গিত প্রধানমন্ত্রীর

April 8, 2020 | < 1 min read

অনেকেই বলতে শুরু করেছে বাড়তে পারে লকডাউন। ইতিমধ্যেই লকডাউন তোলার বিষয় নিয়ে প্রশাসনের একাংশে নানা জল্পনা শুরু হয়েছে। কেউ কেউ আবার বলছে একসঙ্গে টানা লকডাউন না করে কিছুদিন অন্তর লকডাউন করা হবে।

বাড়তে পারে লকডাউন ইঙ্গিত প্রধানমন্ত্রীর। সংগৃহীত চিত্র

এবার খোদ প্রধানমন্ত্রীর কাছ থেকে ইঙ্গিত মিলল যে হয়তো ১৪ই এপ্রিল শেষ হবে না লকডাউন। আজ সংসদে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ভিডিও কনফারেন্সিং করেন প্রধানমন্ত্রী। সেখানেই এই ইঙ্গিত দিয়েছেন তিনি।

বৈঠকে অংশগ্রহণকারী বিজেডির সাংসদ মিডিয়াকে জানান যে প্রধানমন্ত্রী বলেছেন এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে ১১ই এপ্রিল মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠকের পর।

এখন সারা দেশ তাকিয়ে এই বৈঠকের দিকেই।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Narendra Modi, #lock down

আরো দেখুন