আজ রাতে দেখা যাবে ‘পিঙ্ক সুপারমুন’
আজ বুধবার, আকাশপানে তাকালে দেখা যাবে গোলাপি চাঁদ। করোনাভাইরাস নিয়ে বিশ্বজোড়া ডামাডোলের মাঝেও গোলাপি চাঁদ বা ‘পিঙ্ক সুপারমুন’কে কেন্দ্র করে আকাশপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।
তবে জ্যোতির্বিজ্ঞানীরা জানাচ্ছেন, চাঁদ সত্যিই গোলাপি রঙের হবে না। মহাজাগতিক অবস্থানের কারণে আজ আকাশে চাঁদ দেখাবে প্রায় ১৪ শতাংশ বড়, এবং ৩০ শতাংশ বেশি উজ্জ্বল। সেই কারণেই ‘সুপারমুন’।
কিন্তু ‘পিঙ্ক’ বা গোলাপি বলা হচ্ছে কেন? এতে অবশ্য বিরাট কোনও বৈজ্ঞানিক রহস্য নেই। আসলে এপ্রিলের পূর্ণিমার নামকরণ হয়ে থাকে ফুলের নাম অনুযায়ী। এই সময় উত্তর আমেরিকায় দেখা যায় ‘পিঙ্ক মস’। সেই সুবাদেই পূর্ণিমার চাঁদ আজ গোলাপি।
কলকাতার দিগন্তে ‘পিঙ্ক সুপারমুন’ দেখা দিতে শুরু করবে সন্ধে ৬টা সতেরো মিনিট থেকে। ৯ এপ্রিল সকাল ৬টা ১৯ মিনিট পর্যন্ত তা থাকবে। দিল্লিতে চাঁদ ওঠার সময় সন্ধে ৭টা ৭ মিনিট। চেন্নাইতে ৬টা ৪৭ মিনিট। মুম্বইতে ৭টা ২১ মিনিট।
লকডাউনের কারণে এখন গাড়ি কম চলছে, কলকারখানা থেকে নির্গমণ অনেকটাই কম, দূষণের বহর কমেছে, বাতাসে ভাসমান ধূলিকণাও সেই সুবাদে কম, তাই এ-বার আশা করা যাচ্ছে আকাশে ঝকঝকে সুপারমুন দেখা যাবে।