রাজ্য বিভাগে ফিরে যান

সমানতালে ডেঙ্গি-রোধের কর্মসূচি, জানালেন পুরমন্ত্রী

April 10, 2020 | < 1 min read

করোনার পাশাপাশি ডেঙ্গি নিয়েও আজ থেকে রাজ্যের সব পুরসভাকে কোমর বেঁধে ময়দানে নামার নির্দেশ দিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। চলতি বছর জানুয়ারি থেকে ডেঙ্গির মোকাবিলায় কাজ শুরু করেছিল রাজ্য। তবে করোনা-পরিস্থিতি এবং লকডাউনের জেরে গত কয়েক সপ্তাহ ধরে সে কাজ থমকে বলে পুর-দপ্তর সূত্রে খবর। 

বৃহস্পতিবার সমস্ত পুর-কর্তৃপক্ষের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে মশাবাহিত রোগ-দমনে পুরসভাগুলিকে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন পুরমন্ত্রী। করোনা-মোকাবিলাতেও বেশ কয়েকটি পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। করোনা-সুরক্ষার পোশাকও দেওয়া হবে বাড়ি-বাড়ি যাওয়া পুরকর্মীদের।

ডেঙ্গি মোকাবিলাতেও পুরসভাগুলিকে নিয়মিত বাড়ি-বাড়ি অভিযান চালাতে বলা হয়েছে। জল জমা নিয়ে নজরদারির পাশাপাশি কেউ জ্বরে আক্রান্ত হলে তাঁর রক্তপরীক্ষার ব্যবস্থা করতেও নির্দেশ দেওয়া হয়েছে। এলাকা পরিচ্ছন্ন রাখা, নাগরিক-সচেতনতায় প্রচার কর্মসূচি চালিয়ে যাওয়ার উপরে জোর দেওয়া হয়েছে। 

এ কাজে স্থানীয় ক্লাব, পুজো কমিটি, স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গেও প্রয়োজনে হাত মেলানোর নির্দেশ পুর-দপ্তরের পক্ষ থেকে দেওয়া হয়েছে। উত্তর ২৪ পরগনার কয়েকটি এলাকায় বিগত কয়েক বছর ধরেই মশাবাহিত রোগের প্রকোপ বেশি। ওই জেলার পুরসভাগুলিকে তাই মশা দমনে বাড়তি গুরুত্ব দিতে বলা হয়েছে।

গত সোমবার স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডেঙ্গি-দমনে পুরসভাগুলিকে সতর্ক হয়ে কাজ করার নির্দেশ দিয়েছিলেন যাতে করোনার দোসর না-হয়ে ওঠে মশাবাহিত ওই রোগ।

TwitterFacebookWhatsAppEmailShare

#dengue, #firhad hakim, #West Bengal

আরো দেখুন