কলকাতা বিভাগে ফিরে যান

সিল করা হচ্ছে বাংলার একাধিক হটস্পট, লকডাউন আর সিল করে দেওয়ার মধ্যে কী তফাৎ

April 11, 2020 | < 1 min read

দেশ জুড়ে চলছে লকডাউন। ২১ দিনের লকডাউন আরও বাড়ানো হবে কিনা, তা এখনও জানা যায়নি। তবে, এবার দেশের বিভিন্ন জেলা সিল করে দেওয়া হচ্ছে। যেসব জায়গাকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেই জায়গাগুলিই সিল করে দেওয়া হয়েছে। অর্থঅৎ সেখান থেকে কেউ বেরতে পারবেন না, কেউ ঢুকতেও পারবে না। সিল আর লকডাউনের মধ্যে তফাৎ কী?

লকডাউন: লকডাউন চলাকালীন এলাকার বাসিন্দাদের বাড়িতেই থাকতে হয়। তবে ওষুধ কিংবা নিত্যপ্রয়োজনয়ীয় জিনিস কিনতে বাড়ি থেকে বেরতে পারেন তাঁরা। খোলা থাকে ওষুধ দোকান ও মুদি দোকানের মত কিছু জরুরি পরিষেবা। কিন্তু কেউ অপ্রয়োজনে ঘুরে বেড়াতে পারেন না। কোমনও জরুরি দরকার ছাড়া জমায়েত করতে পারে না। নিয়ম ভাঙলেই সেই নাগরিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়। সম্প্রতি মুম্বইতে লকডাউনের নিয়ম ভেঙে মর্নিং ওয়াক করায় ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।

সিল: একটি রাজ্যের ভিতরে কয়েকটি জায়গা সিল করে দেওয়া হয়। ইতিমধ্যেই উত্তরপ্রদেশে এরকমই কিছু জায়গাকে হটস্পট চিহ্নিত করে সিল করে দেওয়া হয়েছে। এরপর বাংলার বেশ কিছু জায়গাকেও সিল করে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই ১০ টি জায়গাকে চিহ্নিত করা হয়েছে।

ওই জায়গাগুলি থেকে কেউ বাইরে বেরতে পারবে না, কেউ ঢুকতেও পারবে না। স্বাস্থ্যকর্মীরা প্রত্যেকের বাড়িতে যাবে। কেউ যদি সংক্রামিত করোনা রোগীর সংস্পর্শে এসে থাকে, তাহলে তাদের স্ক্রিনিং করানো হবে। এর ফলে আক্রান্তদের দ্রুত চিহ্নিত করা সম্ভব হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Coronavirus, #lock down, #sealing

আরো দেখুন