কলকাতা বিভাগে ফিরে যান

২৪ বাজারের পরিচ্ছন্নতার দায়িত্ব নিল ১২ বণিকসভা

April 12, 2020 | < 1 min read

করোনাভাইরাসের মোকাবিলায় সোশ্যাল ডিসট্যান্সিংয়ের শর্ত মেনে পরিচ্ছন্নতা বজায় রাখা তথা জনসচেতনতা বৃদ্ধিতে ২৪টি বাজারের দায়িত্ব নিল বিভিন্ন চেম্বার অফ কমার্স-সহ ১২টি সংগঠন। কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অঙ্গ হিসেবেই এটা করা হয়েছে। শনিবার নবান্নে সাংবাদিক বৈঠকে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বাজারগুলোয় ক্রেতাদের জন্য হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করতে রাজ্যকে পরামর্শ দিয়েছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। দিন কয়েক আগে বণিকসভা ও শিল্পসংস্থাগুলোর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের এক-একটি বাজারের দায়িত্ব নেওয়ার আবেদন জানান। সেই ডাকে সাড়া দিয়েই এগিয়ে এসেছে ওই সব সংস্থা।

এ দিন মুখ্যমন্ত্রী বলেন, ‘জমায়েত, ভিড় এ সব কমানোর কথা বলছেন প্রধানমন্ত্রী। সেই জন্য বাজারগুলোকে খানিকটা ছড়িয়ে-ছিটিয়ে দিতে হবে। যাতে সেগুলোয় ভিড় না-হয়। কলকাতায় কলকাতা পুলিশ এটা করবে। আর হাওড়ায় হাওড়া পুলিশ।’ ইতিমধ্যেই কিছু জায়গায় পুলিশ সেই কাজ শুরুও করে দিয়েছে।

মুখ্যমন্ত্রীর কথায়, ‘বেঙ্গল চেম্বার অফ কমার্স, ভারত চেম্বার অফ কমার্স, অ্যাসোচেম, সিআইআই, আইসিসি, মার্চেন্ট চেম্বার অফ কমার্স, ফিকি, ক্রেডাইয়ের মতো ১২টি চেম্বার অফ কমার্স ২৪টি বাজারের দায়িত্ব নিয়েছেন।’ মুখ্যমন্ত্রী এ দিনই জানিয়েছেন, এ বার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে পাড়ার মুদিখানা থেকে ডিপার্টমেন্ট স্টোরের মতো বড় বিপণি।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #chambers of commerce

আরো দেখুন