দেশ বিভাগে ফিরে যান

লকডাউনে কেন্দ্রের নয়া নির্দেশিকা – দেখে নিন কোন কোন ক্ষেত্রে ছাড়

April 15, 2020 | < 1 min read

লকডাউনের দ্বিতীয় ধাপ নিয়ে বেশকিছু নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। মানুষের দুর্দশা রুখতে ২০ এপ্রিল থেকে কৃষি, তথ্য-প্রযুক্তি, ই-কমার্স ও আন্তঃরাজ্য পরিবহণে ছাড় দিয়েছে সরকার।

মঙ্গলবারই শেষ হয়েছে দেশে লকডাউনের প্রথম ধাপ। সে দিনই জাতির উদ্দেশে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন, লকডাউনের মেয়াদ বাড়িয়ে ৩ মে পর্যন্ত করা হচ্ছে। এরপর বুধবার বেশ কিছু নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। 

যে সব এলাকা হটস্পটের আওতায় নেই, সেখানে কৃষিকাজ, নির্দিষ্ট কিছু মান্ডি থেকে কৃষিজ দ্রব্যের বিক্রিবাটায় অনুমতি দেওয়া হয়েছে। এ ছাড়াও দুধ, দুগ্ধজাত দ্রব্য, পোলট্রি, চা, কফি, রবার চাষ ফের শুরু হবে বলে জানানো হয়েছে।

নির্দেশিকায় বলা হয়েছে, ‘গ্রামীণ অর্থনীতি, খাদ্য প্রক্রিয়াকরণ-সহ গ্রামীণ এলাকাভিত্তিক শিল্প, সড়ক নির্মাণ, সেচ প্রকল্প, গ্রামীণ এলাকায় বহুতল ও শিল্পের প্রকল্প, গ্রামীণ কমন সারভিস সেন্টারের কাজকর্ম শুরুতে অনুমোদন দেওয়া হচ্ছে।’ সোশ্যাল ডিসট্যানসিং মেনে চালু হবে MNREGA-র কাজ।’

এই নির্দেশিকাতেই দেশজুড়ে মাস্ক পরাটা বাধ্যতামূলক ঘোষণা করেছে কেন্দ্র। পাশাপাশি যেখানে সেখানে থুতু ফেললে তাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ধরা হবে বলে জানানো হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#mha, #Coronavirus, #Lockdown

আরো দেখুন