দেশ বিভাগে ফিরে যান

লকডাউন করোনাকে হারাতে পারবে না, এটা পজ বাটনের কাজ করছে – রাহুল গান্ধী

April 16, 2020 | < 1 min read

লকডাউন করোনাভাইরাসের সমাধান নয়। এটা শুধু ওই রোগকে থামানোর বোতাম। দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রকে একহাত নিয়ে এ কথা বললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

এ দিন রাহুল বলেন, ‘কোভিড-১৯-এর সমাধান লকডাউন নয়। এটা একটা পজ বাটনের মতো। আমরা যখন লকডাউন থেকে বেরিয়ে আসব, তখন এই ভাইরাস আবার তার কাজ করা শুরু করবে।’ রাহুলের দাবি, সব রিসোর্সের সঠিক ব্যবহারের মাধ্যমে তা রাজ্যগুলির কাছে পৌঁছে দিতে হবে।

রাহুল আরও বলেন, ‘কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়তে আমাদের পুরো দল রাজ্যগুলিতে জেলাস্তরে কাজ করছে। জেলাস্তরে সবকিছু ঠিকঠাক কাজ করায়, কেরালার ওয়ানাডে সাফল্য মিলেছে।’ ভাইরাসের থেকে সুরক্ষা পেতে গিয়ে দেশের অর্থনীতি সম্পূর্ণ রূপে ধ্বংস করে দেওয়া উচিত না বলে মন্তব্য করেছেন রাহুল।

তিনি আরও বলেন, ‘বর্তমানে টেস্টের সংখ্যা খুবই কম। পরীক্ষা-নীরিক্ষা আরও অনেক বাড়ানোর প্রস্তাব করছি। সরকারকে একটাই পরামর্শ দেব, আগ্রাসীভাবে টেস্ট শুরু করুন।’ একে সরকার যেন সমালোচনা হিসেবে না-নেন, তাও বলেন রাহুল।

খাদ্যসংকটের কথা উল্লেখ করে রাহুল বলেন, ‘সরকারের উচিত খাবারের স্টক খোলা রেখে গরিবদের কাছে তা বিলিয়ে দেওয়া।’

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Coronavirus, #Rahul Gandhi

আরো দেখুন