রাজ্য বিভাগে ফিরে যান

হাইকোর্টের নির্দেশে তাড়াতাড়ি আরও টেস্ট করতে হবে রাজ্যকে

April 18, 2020 | < 1 min read

করোনা নিয়ে রাজ্য সরকারকে আরও নজর দিতে নির্দেশ দিল প্রধান বিচাররপতির ডিভিশন বেঞ্চ। রাজ্য আজ রিপোর্ট পেশ করে জানায় যে, ১৭ এপ্রিল পর্যন্ত প্রতিদিন ৩০০-র কিছু বেশী টেস্ট করা হয়েছে। 

রাজ্যের রিপোর্টের প্রেক্ষিতে এরপরই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, ICMR-এর গাইডলাইন মেনে আরও বেশী টেস্ট করতে হবে। এই বিষয়ে আরও সতর্ক হতে হবে।

মোট ৯ পাতার রায়ে যে যে বিষয়ে উল্লেখ করা হয়েছে, একনজরে দেখে নেওয়া যাকঃ-

১. করোনা চিকিৎসা এবং প্রতিরোধে WHO এবং ICMR-এর গাইডলাইন নির্দিষ্টভাবে মেনে চলতে হবে রাজ্য এবং সংশ্লিষ্ট দপ্তরগুলিকে 

২. যুদ্ধকালীন তৎপরতায় বাড়াতে হবে টেস্টের সংখ্যা

৩. মামলাকারী এবং রাজ্য কেউই গোষ্ঠী সংক্রমণ নিয়ে কিছু না বললেও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অবিলম্বে এটা আটকাতে হবে। যুদ্ধকালীন তৎপরতায় স্ক্রিনিং করতে হবে 

৪. চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সুরক্ষিত রাখতে হবে

৫. আদালত না চাইলেও নির্দিষ্ট সময় পর পর রিপোর্ট জমা দিতে হবে 

৬. মামলার গ্রহণযোগ্যতা নিয়ে রাজ্যের বিরোধিতা এখন বিচার করার সময় নয়। COVID-19 জাতি, ধর্ম, বর্ণ, গরীব, বড়লোক কিছু দেখে না। তাই এই মামলা আদালতের চৌকাঠ থেকে ছুঁড়ে ফেলে দেওয়া যাবে না

প্রসঙ্গত, সিপিআইএম নেতা ড. ফুয়াদ হালিম জনস্বার্থ মামলাটি করেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata High Court, #Coronavirus, #Lockdown, #testing kit

আরো দেখুন