কোভিড -19 ভ্যাকসিন তৈরিতে কত দেরি? ডঃ সিদ্ধার্থ মুখোপাধ্যায় উত্তর দিলেন
মেডিসিনশাস্ত্র নির্ভর সাহিত্যকর্মে পুলিৎজার জয় করেছেন খ্যাতনামা বাঙালি সিদ্ধার্থ মুখোপাধ্যায়। পেশায় চিকিৎসক আর শখে লেখক সিদ্ধার্থকে এই মুহুর্তে ইংরেজি ভাষায় মেডিসিন সাহিত্যের সবচেয়ে প্রভাবশালী লেখক হিসেবে ভাবা হয়। করোনা ভাইরাসের গতিপ্রকৃতি, বিস্তার, এটা নিয়ে গবেষণা, টিকা এসব নিয়ে আলোচনা করেছেন তিনি।
এই মুহূর্তে সকলের মনে সবচেয়ে বড় প্রশ্ন একটিই – কোভিড -19 ভ্যাকসিন তৈরিতে কত দেরি? উত্তরে ডঃ সিদ্ধার্থ মুখোপাধ্যায় বলেছেন, করোনাভাইরাস এর ভ্যাকসিন বাজারে আসতে অন্তত ১৮-২০ মাস সময় লাগতে পারে। একটি ভ্যাকসিন তৈরি করতে অনেকগুলি পর্যায় থাকে। প্রথম ধাপ ড্রাগ রিপার্পাসিং। এর জন্য বর্তমান একটি ড্রাগ পুনর্বিন্যাস করা হয়। ইতিমধ্যেই হাইড্রোক্সিক্লোরোকুইন নিয়ে কাজ চলছে। এর পরের ধাপে সেই ওষুধ গুলো আসবে যেগুলোতে এই ভাইরাসের সাথে লেগে থাকতে পারে এমন এন্টিবডি থাকবে। সেগুলি এখন তৈরি হচ্ছে।
তৃতীয় পর্যায়ে নতুন ড্রাগ তৈরি হবে যেগুলো সম্পূর্ন নতুন মলিকিউল থেকে তৈরি। এগুলি ভাইরাসের নির্দিষ্ট স্থানে কাজ করবে। এই ওষুধগুলোর নিরাপত্তা পরীক্ষা করতে হয়, তাই সময় লাগে।
চতুর্থ পর্যায় হল ভ্যাকসিন। এইগুলি তৈরি করতে অন্তত ১৮-২০ মাস সময় লাগে। অনেক রকম পরীক্ষা নিরীক্ষা করা হয়।