বিনোদন বিভাগে ফিরে যান

পিরিয়ড সিনেমার হাত ধরে ইতিহাসের সারণিতে ঘুরে আসুন

April 20, 2020 | 2 min read

পিরিয়ড ফিল্ম। শুনলেই মাথায় আসে মুঘল এ আজম বা যোধা আকবরের কথা। বিশাল সেট, গ্ল্যামারাস কস্টিউম, গয়নাগাটি, জাঁকজমক – এছাড়া পিরিয়ড ফিল্ম হয় নাকি? সত্যি। পিরিয়ড সিনেমা বানানোর ঝক্কি অনেক। খরচ তো আছেই। তার ওপর ইতিহাস ঘাঁটা, তথ্য বিচারের নানা অনুষঙ্গ। তাই বলে কি ইতিহাস নির্ভর সিনেমা বানানো হয় না? আজকাল তো হিড়িক লেগেছে বলিউডে পিরিয়ড ফিল্ম বানানোর। আমাদের বাংলাও বা কম কিসে?  

লকডাউনে নিজের সময়কে ভালোভাবে উপভপগ করতে চান? তাহলে দেরি না করে দেখে ফেলুন এই অসাধারণ বাংলা পিরিয়ড সিনেমাগুলি।

ঘরে বাইরেঃ

রবীন্দ্রনাথের উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায়ের পরিচালনায় একটি অসাধারণ ছবি। পথের পাঁচালিরও আগে মানিকবাবু এই চিত্রনাট্য তৈরী করেছিলেন। অভিনয়ে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, ভিক্টর বন্দোপাধ্যায়, স্বাতীলেখা সেনগুপ্ত ও জেনিফার কাপুর। বিষয় বস্তু নারীমুক্তি ও উগ্র জাতীয়তাবাদ। 

চোখের বালিঃ

রবীন্দ্রনাথের উপন্যাস অবলম্বনে ঋতুপর্ণ ঘোষের একটি অত্যন্ত জনপ্রিয় সিনেমা। গল্পের প্লট মূলত তৎকালীন সমাজ, বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং ত্রিকোণ প্রেম। অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঐশ্বর্য রাই, রাইমা সেন এবং টোটা রায়চৌধুরি।

এক যে ছিল রাজাঃ

বাংলাদেশে গাজীপুর জেলায় অবস্থিত ভাওয়ালের রাজবাড়ী। ভাওয়ালের রাজা রমেন্দ্র নারায়ণ রায়ের জীবন, জীবনাবসান ও প্রত্যাবর্তনকে কেন্দ্র করেই সৃজিত মুখোপাধ্যায়ের এই সিনেমা। অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত, জয়া আহসান, অপর্ণা সেন, অঞ্জন দত্ত, অনির্বাণ ভট্টাচার্য প্রমূখ।

রাজকাহিনীঃ

এই সিনেমা দেশভাগের ভয়ঙ্কর স্মৃতিকে উস্কে দেবে। সৃজিত মুখোপাধ্যায়ের এই সিনেমা এতোই জনপ্রিয়তা পায় যে হিন্দিতেও তৈরী করা হয়। একটি কোঠা বাড়ি এবং দেশভাগে তার পরিণতি নিয়েই তৈরি এই সিনেমা। অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, কৌশিক সেন, সোহিনী, পার্ণ, রুদ্রনীল ঘোষ, জয়া আহসান, নাইজেল আকারা সহ অনেক পরিচিত মুখ।

কালবেলাঃ

কালবেলা চলচ্চিত্রটি ২০০৯ সালে পরিচালক গৌতম ঘোষের পরিচালনায় তৈরী হয়। এই চলচ্চিত্রে মূখ্য ভূমিকা গুলিতে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, পাওলী দাম, সন্তু মুখোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়। নকশাল আন্দোলনের পটভূমিতে রচিত সমরেশ মজুমদার-এর কালবেলা উপন্যাসের উপর ভিত্তি করে চলচ্চিত্রটি বানানো হয়েছে।

জাতিস্মর:

সৃজিত মুখোপাধ্যায়ের এই জাতীয় পুরস্কার প্রাপ্ত সিনেমা পর্তুগীজ কবিয়াল অ্যান্টনি ফিরিঙ্গিকে নিয়ে। অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, স্বস্তিকা মুখোপাধ্যায়। এই চলচ্চিত্রটি অ্যান্টনি ফিরিঙ্গি (হেন্সম্যান ফিরিঙ্গি) নামের উনিশ শতকের একজন পর্তুগিজ কবিয়ালের ওপর নির্মিত। এতে উনিশ শতক ও বর্তমান সময় – এ দুই সময়ের সমন্বয় ঘটানো হয়েছে। জাতিস্মর চলচ্চিত্রের সংগীত পরিচালনা করেন প্রখ্যাত সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী কবীর সুমন।

অ্যান্টনি ফিরিঙ্গিঃ

প্রথম ইউরোপীয় কবিয়াল অ্যান্টনি ফিরিঙ্গির জীবন নিয়ে তৈরী এক অসাধারণ সিনেমা। এখানে কবিয়াল ভোলা ময়রার সাথে তার কবিগানের লড়াই দেখানো হয়েছিল। উত্তম-তনুজার অভিনীত এই সিনেমা যত দেখবেন মনে হবে বার বার দেখি।

নৌকাডুবিঃ

রবীন্দ্রনাথে উপন্যাস অবলম্বনে ঋতুপর্ণ ঘোষের ছবি। এক নৌকাডুবির কারণে কিভাবে সম্পর্কের রসায়ন বদলে যেতে পারে তা নিয়েই এই সিনেমা। অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, রাইমা সেন ও রিয়া সেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Bengali film industry, #Period films

আরো দেখুন