রাজ্য বিভাগে ফিরে যান

ডেঙ্গি রুখতে উদ্যোগী নবান্ন

April 27, 2020 | < 1 min read

জ্বরে কেউ ভুগছেন না তো, কারও শরীরে থাবা বসায়নি তো ডেঙ্গি? এলাকায় জল জমে নেই তো, বাড়ি-বাড়ি গিয়ে স্বাস্থ্য বিভাগের কর্মীরা এসব তথ্য সংগ্রহ করছে কি না, তা নিয়ে নিশ্চিত হতে কড়াকড়ি করছে রাজ্য। যে সব জায়গায় যাচ্ছেন তাঁরা, প্রতি দু’সপ্তাহ অন্তর এলাকা ধরে তার ছবি-সহ ইমেল পাঠাতে হবে। পুরসভাগুলির উদ্দেশে এবার এমনই নির্দেশিকা পাঠাতে চলেছে পুর ও নগরোন্নয়ন দপ্তর। 

ডেঙ্গি মোকাবিলায় কী পদক্ষেপ তাঁরা নিয়েছেন, সেই তথ্য পুরসভাকে নিয়মিত জেলা স্বাস্থ্য দপ্তরের কাছেও জমা করতে হবে শনিবার সরকারি সূত্রে খবর। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘ডেঙ্গি মোকাবিলায় মনিটরিংয়ে আরও বেশি জোর দিতে চাইছি। সে কারণেই নিয়মিত পুরসভার থেকে তথ্য সংগ্রহ করা হবে।’ পাশাপাশি পুর দপ্তরের কর্তারাও ডেঙ্গি মোকাবিলায় পুরসভার কাজ দেখতে যাবেন বলে জানা গিয়েছে।

এতে রাজ্যের কোনও পুর এলাকায় ডেঙ্গি মোকাবিলায় খামতি থাকলে বা বেশি মানুষ আক্রান্ত হলে উপযুক্ত পদক্ষেপ নেওয়া যাবে বলে মনে করেন পুরমন্ত্রী।

করোনার পাশাপাশি ডেঙ্গি মোকাবিলায় সপ্তাহ খানেক আগেই রাজ্যের সমস্ত পুরসভাগুলিকে নিয়ে বৈঠক করেন পুর দপ্তরের কর্তারা। চলতি বছর জানুয়ারি মাস থেকে রাজ্য ডেঙ্গির মোকাবিলায় কাজ শুরু করলেও, লকডাউনের জেরে গত কয়েক সপ্তাহ যাবৎ তা থমকে ছিল। ফের সেই কাজে গতি আনার নির্দেশ দিয়েছে পুর দপ্তর। 

পুরকর্তারা জানতে চান, নিয়মিত বাড়ি-বাড়ি অভিযান চলছে কি না, জল জমার পাশাপাশি কেউ জ্বরে আক্রান্ত হলে তার রক্ত পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে কি না, প্রচারমূলক কর্মসূচিতে খামতি রয়েছে কি না। স্থানীয় ক্লাব, পুজো কমিটি, সেচ্ছাসেবী সংস্থাকে প্রচারে সামিল করা হয়েছে কি না, তাও জানাতে হবে পুর চেয়ারম্যানদের।

TwitterFacebookWhatsAppEmailShare

#Nabanna, #dengue

আরো দেখুন