বিবিধ বিভাগে ফিরে যান

এই বিপদসঙ্কুল সময়ে গ্রিন ও অরেঞ্জ জোনে চালু হলো ইকমার্স পরিষেবা

May 5, 2020 | < 1 min read

যেহেতু বিভিন্ন রাজ্য সরকার তৃতীয় দফার লকডাউন ঘোষণা করেছে কেন্দ্রীয় মন্ত্রকের নির্দেশানুসারে, ইকমার্স কোম্পানিগুলি নিত্যাবশ্যক ছাড়া বাকি পণ্যের হোম ডেলিভারিও শুরু করলো গ্রিন ও অরেঞ্জ জোনে। 

কিন্তু শিল্পসংস্থাগুলি এই পরিষেবা দিতে অন গ্রাউন্ড সমস্যাগুলি তুলে ধরেছে। যেমন ওয়্যারহাউস যদি রেড জোনে হয়, যা গ্রিন ও অরেঞ্জ জোনে মাল পৌঁছতে বাধা সৃষ্টি করবে। স্বরাষ্ট্র মন্ত্রক নির্দেশ দিয়েছে রেড জোনে ইকমার্স সংস্থা শুধু অত্যাবশ্যক পণ্য সরবরাহ করতে পারবে। 

এই বিপদসঙ্কুল সময়ে গ্রিন ও অরেঞ্জ জোনে চালু হলো ইকমার্স পরিষেবা

পেটিএম মলের ভাইস প্রেসিডেন্ট বলেন, আমরা তৃতীয় পর্যায় থেকে ইলেক্ট্রনিক্স, ল্যাপটপ, বাড়ির ও সাজগোজের জিনিষপত্রও ডেলিভারি শুরু করবো অবশ্য শুধু গ্রিন ও অরেঞ্জ জোনে। আমাদের দল এবং লজিস্টিক পার্টনাররা স্থানীয় কর্তৃপক্ষের থেকে অনুমতি নিয়েছে এবং সমস্ত সরকারি নির্দেশ পালন করবো। 

ফ্লিপকার্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার বলেন, আমাদের সেলার সাপোর্ট টিম সমানে অনলাইনে সেলারদের সাপোর্ট দিচ্ছেন ও আগামী কয়েকদিনের মধ্যে সমস্ত সরকারি নির্দেশ মেনে কাজ শুরু করার জন্য। আমরা লক্ষ লক্ষ ক্ষুদ্র ও ছোট শিল্প এবং বিক্রেতাদের সঙ্গে কাজ করছি এবং তাদের ব্যবসায় সাহায্য করছি এবং ক্রেতাদের সাহায্য করছি যখন তারা গৃহবন্দী, তখন তাদের সাহায্য করতে।   

ইওয়াই ইন্ডিয়ার ইকমার্স ও কঞ্জিউমর ইন্টারনেটের পার্টনার ও ন্যাশানাল লিডার বলেন টিয়ার ২ ও ৩ শহরগুলি থেকে যে নিত্যাবশ্যক ছাড়া বাকি পণ্যের চাহিদা আসবে তা অনেক টিয়ার ১ শহরের মানুষের মানসিকতা বোঝাতে সাহায্য করবে। 

TwitterFacebookWhatsAppEmailShare

#e commerce, #orange zones, #green zones

আরো দেখুন