দেশ বিভাগে ফিরে যান

পরিযায়ী শ্রমিকদের নিয়ে ট্রেন ঢুকতে দিচ্ছে না পশ্চিমবঙ্গ, মমতাকে চিঠি দিয়ে অভিযোগ অমিতের

May 9, 2020 | < 1 min read

পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর ব্যাপারে রাজ্য সরকার সহযোগিতা করছে না। এমনকী শ্রমিকদের নিয়ে ট্রেন রাজ্যে ঢোকার অনুমতি দিচ্ছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়ে এমনই অভিযোগ জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

তাঁর বক্তব্য, ২ লক্ষেরও বেশি পরিযায়ী শ্রমিককে নিজের রাজ্যে ফেরত পাঠানোর ব্যবস্থা করছে কেন্দ্র। কিন্তু পশ্চিমবঙ্গ এ ব্যাপারে চরম অসহযোগিতা করছে। পরিযায়ী শ্রমিকদের নিয়ে ট্রেন ওই রাজ্যে ঢুকতে দিচ্ছে না। এতে ভিনরাজ্যে কাজ করা পশ্চিমবঙ্গের শ্রমিক দুর্দশা আরও বাড়বে।

পরিযায়ী শ্রমিকদের নিয়ে ট্রেন ঢুকতে দিচ্ছে না পশ্চিমবঙ্গ, মমতাকে চিঠি দিয়ে অভিযোগ অমিতের

করোনা ভাইরাস ও মহামারী নিয়ে রাজ্য ও কেন্দ্র সংঘাত চলছেই। সম্প্রতি রাজ্যে কেন্দ্রীয় দল পাঠানো এবং তাঁদের সঙ্গে রাজ্য সরকারের অসহযোগিতা নিয়ে সেই সংঘাত মারাত্মক আকার নেয়। রাজ্যে করোনা পরিস্থিতি মোকাবিলার নির্দেশিকা প্রায় কিছুই মানা হচ্ছে না বলে কেন্দ্রীয় প্রতিনিধিরা রিপোর্টও দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে। এবার পরিযায়ী শ্রমিকদের ফেরানো নিয়ে অমিত-মমতা সংঘাত শুরু হল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Amit shah, #Migrant Labourers

আরো দেখুন