বিনোদন বিভাগে ফিরে যান

মিলল পোস্ট প্রোডাকশনের অনুমতি

May 13, 2020 | 2 min read

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে স্বস্তি দিয়ে মঙ্গলবার মুখ্যমন্ত্রী পোস্ট প্রোডাকশনের কাজ চালু করার অনুমতি দিলেন। এদিন সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা ঘোষণা করেন। আগামী ১৭ মে তৃতীয় দফার লকডাউনের মেয়াদ শেষ হতে চলেছে। পরদিন অর্থাৎ ১৮ তারিখ থেকেই থমকে থাকা বাংলা সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ অর্থাৎ শ্যুটিং হয়ে যাওয়ার পর সম্পাদনা, ডাবিং, কালার কারেকশন ইত্যাদি কাজ শুরু করা যাবে।

এ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আর্টিস্ট ফোরামের সম্পাদক অরিন্দম গঙ্গোপাধ্যায় বললেন, এ তো ভালো খবর। কিছু টেকনিশিয়ান কাজ পাবেন, বন্ধ হয়ে যাওয়া ছবিগুলির কাজ এগবে। 

৫৪ দিন অর্থাৎ প্রায় দু’ মাসের এই লকডাউনের ফলে ইতিমধ্যেই বাংলার সিনেমা ও টেলিভিশন ধারাবাহিক শিল্পে আনুমানিক ৩০০ কোটি টাকা ক্ষতির আশঙ্কা প্রকাশ করছেন এই শিল্পের সঙ্গে যুক্ত অভিজ্ঞ মানুষজন। যত বেশিদিন লকডাউন চলবে ততই বাড়বে ক্ষতির অঙ্ক। লকডাউন উঠে গেলেও পরিস্থিতি স্বাভাবিক হতে হতে আরও মাস চারেক সময় লাগবে। লকডাউন আরও প্রলম্বিত হলে সব মিলিয়ে কয়েক হাজার কোটি টাকা লোকসানের মুখে পড়তে হতে পারে বিনোদন শিল্পকে।

প্রিয়া এন্টারটেইনমেন্টের কর্তা অরিজিৎ দত্তের বক্তব্যও একই। তিনি বলছেন, টার্নওভার ধরলে শুধু বাংলা সিনেমা শিল্পে ক্ষতির পরিমাণই ২০০ কোটি টাকার উপরে। তাঁর আশঙ্কা, মফস্সলের বেশ কিছু সিঙ্গলপ্লেক্স সিনেমা হল ক্ষতির ধাক্কা সামলাতে না পেরে উঠেও যেতে পারে। 

ইমপা’র (ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন) কোষাধ্যক্ষ শান্তনু রায়চৌধুরীর বক্তব্য, হল মালিকরা এখন পুঁজি ভেঙে কর্মচারীদের মাইনে এবং হলের রক্ষণাবেক্ষণের ব্যয় বহন করছেন। এভাবে বেশিদিন চালানো সম্ভব হবে না। লকডাউন উঠে যাওয়ার পর সরকার যদি তাঁদের কিছু আর্থিক বোঝা লাঘব না করে, তবে রাজ্যের অর্ধেক সিঙ্গলপ্লেক্স হলই লাটে উঠবে। 

ইতিমধ্যেই তাঁরা রাজ্য সরকারের কাছে আর্থিক প্যাকেজের দাবিও পেশ করেছেন। মিনার, বিজলি, ছবিঘর সিনেমা চেনের মালিক সুরঞ্জন পাল এবং অজন্তা হলের মালিক রতন সাহা একই আশঙ্কা প্রকাশ করে বলেছেন, বিভিন্ন লাইসেন্স ফি, বিদ্যুৎ বিল, ট্যাক্স ইত্যাদিতে সরকার ছাড় না দিলে সিনেমা শিল্পের ভবিষ্যৎ বিপন্ন হবে। তাঁরা সরকারের কাছে কম সুদে ঋণের জন্যও দরবার করেছেন। 

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Post Production Permission

আরো দেখুন