কলকাতা বিভাগে ফিরে যান

তেলেনিপাড়ার ঘটনা নিয়ে উস্কানিমূলক পোস্ট করার অভিযোগ, গ্রেপ্তার আরএসএস সদস্য

May 18, 2020 | < 1 min read

হুগলির ভদ্রেশ্বরের তেলেনিপাড়ার ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক পোষ্ট করার অভিযোগে গ্রেপ্তার হলেন এক ব্যক্তি। ধৃতের নাম অমিত রায়। বর্ধমান শহরের বাহিলাপাড়ায় তাঁর বাড়ি। শনিবার রাতে বর্ধমান সাইবার ক্রাইম থানার পুলিশ অমিত রায়কে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। রবিবার ধৃতকে পেশ করা হয় বর্ধমান আদালতে।

পুলিশের দাবি, ধৃত ব্যক্তি আরএসএস ও হিন্দু জাগরণ মঞ্চের সদস্য। তিনি তেলেনিপাড়ার ঘটনা নিয়ে ফেসবুকে উস্কানিমূলক পোস্ট করার পাশাপাশি লিফলেট, পোস্টারও ছাপিয়ে ছিল। এদিন তদন্তকারী অফিসার আদালতে জানান, তেলেনিপাড়ার ঘটনা নিয়ে লিফলেট, পোস্টার ছাপিয়ে অমিত রায় কয়েকজনকে নিয়ে সেখানে যাবার পরিকল্পনাও করেছিলেন।

লিফলেট, পোস্টার উদ্ধার সহ এই পরিকল্পনায় জড়িত বাকিদের হদিশ পেতে সাইবার ক্রাইম বিভাগের ইনসপেক্টর শ্যামল চক্রবর্তী ধৃতকে ১০দিন পুলিশি হেপাজতে নেবার আবেদন জানান। সিজেএম রতন কুমার গুপ্তা ধৃতকে ৫ দিন পুলিশি হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। সাইবার ক্রাইম থানার পুলিশ জানিয়েছে, তেলেনিপাড়ার ঘটনা নিয়ে অমিত রায় বেশ কিছুদিন ধরে ফেসবুকে উস্কানিমূলক পোস্ট করছিল।

আগেও সে এরকম পোস্ট করে। আপত্তিজনক পোস্ট করার জন্য কিছুদিন আগে ফেসবুকের ‘ল’ এনফোর্সমেন্ট বিভাগ একদিনের জন্য তার অ্যাকাউন্ট ব্যান করে দেয়। তারপরও সে আপত্তিকর পোস্ট করে। এরপরেই উস্কানিমূলক পোস্ট সংক্রান্ত বিষয়ে বর্ধমান সাইবার থানার সাব-ইনসপেক্টর স্নেহাশিস চৌধুরি অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে আইপিসি ২৯৫(এ), ৫০৫(১)(বি)(সি) ও তথ্য প্রযুক্তি অ্যাক্টের ৬৬ ধারায় মামলা রুজু করে পুলিশ। এরপর অমিত রায়কে গ্রেপ্তার করা হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Telenipara incident, #RSS

আরো দেখুন