সমবায় থেকে মহিলারা পেলেন এক কোটি টাকা
গরীব, প্রান্তিক মহিলাদের সহযোগীতা করতে ২৫ বছর আগে খোলা হয়েছিল বাগনান মহিলা বিকাশ সমবায় সমিতি। খুচরো সঞ্চয়ে উৎসাহ জোগানো হয় অনবরত এখানে। করোনার প্রকোপে যখন সবার ত্রাহি ত্রাহি রব, তখন এই টাকাই সম্বল হয়ে উঠল। সম্প্রতি মহিলা সদস্যদের এক কোটি টাকা দিয়ে সাহায্য করেছে এই সমবায়। ৩৪ হাজার মহিলা সদস্য রয়েছে এই সমবায়ে।
সদস্য মহিলারা খুব কস্ট করে হলেও রোজ অন্তত ১০ টাকা করে জমান। সেই টাকাই লকডাউনে হয়ে উঠেছে মহার্ঘ। এখন সেই টাকাতেই চলছে সংসার। বহুদিন ধরে জমানো টাকা কারো হয়ে উঠেছে পাঁচ হাজার, তো কারো পনেরো হাজার। এইসব মহিলাদের ব্যাঙ্কে গিয়ে টাকা জমানোর সাহস ছিল না। ১০ টাকা জমানোতেও কোন লজ্জা নেই একথা বাড়ি বাড়ি গিয়ে বুঝিয়েছিলেন সমবায়ের কর্মীরাই। বাড়ি বাড়ি ঘুরে টাকাও তুলতেন তারাই। এখন সেই টাকাই কাজে লাগছে এই দুঃস্থ পরিবারগুলির দিন পার করতে।

সমবায় সূত্রের খবর প্রায় সাড়ে চার হাজার প্রান্তিক মহিলা লকডাউনে তাদের জমানো এক কোটি টাকা তুলেছেন সাংসারিক প্রয়োজনে। এই টাকা তুলতে সমবায়ে আসতেও হয় না মহিলাদের। কর্মীরাই বাড়ি গিয়ে পৌঁছে দেন এই টাকা। এই সমবায়ের সদস্য মহিলারা ছোট ছোট কাজ করতেন। কিন্তু এখন সব কাজই প্রায় বন্ধ। তাই তারা সিদ্ধান্ত নিয়েছেন নষ্ট হয়ে যাওয়া ফুল থেকে আবির তৈরি করবেন।
সমবায়ের সভানেত্রী মাধুরী ঘোষের বক্তব্য, মাত্র ৫০ জন মহিলা নিয়ে এক লক্ষ টাকা দিয়ে শুরু হয়েছিল এই সমবায়। এখন তার মূলধন প্রায় ৪৩ কোটি টাকা। মহিলারা অনেকটাই স্বনির্ভর হতে পেরেছেন। সঞ্চয়ের উপকারিতাও বুঝতে পেরেছেন তারা।