প্রযুক্তি বিভাগে ফিরে যান

ভাইরাল পোস্টের আইডি, প্রোফাইল খুঁটিয়ে দেখবে ফেসবুক

May 29, 2020 | < 1 min read

ভাইরাল হওয়ার আশায় এখন আর যা খুশি পোস্ট করা যাবে না ফেসবুকে। কারণ, কোনও অ্যাকাউন্ট থেকে যদি কোনও পোস্ট ভাইরাল হয়ে যায়, তাহলে ওই অ্যাকাউন্ট বা প্রোফাইলটি ভাল করে খুঁটিয়ে যাচাই করবে ফেসবুক। বৃহস্পতিবার সংস্থার পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

এ দিন সংস্থা জানিয়েছে, মূলত ভুয়ো পোস্ট বা গুজব ছড়ানো রুখতেই এই নতুন পদক্ষেপ করেছে ফেসবুক। এখন থেকে কোনও পোস্ট, ছবি বা ভিডিয়ো ভাইরাল হলেই যে আইডি থেকে ওই পোস্ট করা হয়েছে, সেটির ‘খবর’ নেবে ফেসবুক।

বৃহস্পতিবার সংস্থার ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে এখন বেশ কিছু অ্যাকাউন্ট বা প্রোফাইলের আইডি যাচাই করা হচ্ছে। যে সব পেজের কোনও অ্যাডমিন অনুমোদন নেই, সেগুলি থেকে এখন আর কোনও পোস্ট করা যাবে না।

সংস্থা জানিয়েছে, যত ক্ষণ না আইডিগুলির ‘ভেরিফিকেশন’ সম্পূর্ণ হচ্ছে, তত ক্ষণ ওই আইডি, অ্যাকাউন্ট বা প্রোফাইল থেকে কোনও কিছুই পোস্ট করা যাবে না। ফেসবুকের মাধ্যমে ভুয়ো খবর বা গুজব ছড়ানো রুখতে ধাপে ধাপে আরও কড়া পদক্ষেপের কথাই ভাবছে সংস্থা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Viral Post, #fake News, #Facebook, #Admin

আরো দেখুন