দেশ বিভাগে ফিরে যান

উত্তপ্ত লাদাখ, অস্ত্র মজুত করছে ভারত- চীন

June 1, 2020 | < 1 min read

লাদাখে ভারত এবং চীনের সামরিক বাহিনীর মধ্যে সংঘাতের পরিবেশ তৈরি হলেও এতদিন গোলাগুলি বিনিময় হয়নি৷ কিন্তু সবথেকে খারাপ পরিস্থিতির কথা ভেবে এবার নিজেদের তৈরি রাখছে দুই দেশই৷ একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখার দু’ পাশেই ভারত এবং চীনের বাহিনী বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র মজুত করতে শুরু করেছে৷ তার মধ্যে কামান থেকে শুরু করে সামরিক বাহন, সবই রয়েছে৷

প্রায় ২৫ দিন ধরে লাদাখে সংঘাতের আবহে প্রকৃত নিয়ন্ত্রণরেখার দু’ পাশে অবস্থান বজায় রেখেছে চীন এবং ভারতের বাহিনী৷ দুই দেশই অবশ্য কূটনৈতিক স্তরে আলোচনা চালিয়ে বিষয়স্পষ্ট করে দেওয়া হয়েছে, প্রতৃির নিষ্পত্তি করার চেষ্টা করছে বলে দাবি করছে৷ তার মধ্যেই সামরিকভাবে প্রস্তুত থাকতে চাইছে উভয়পক্ষই৷

উত্তপ্ত লাদাখ ।সংগৃহীত চিত্র

তবে সামরিক অস্ত্রশস্ত্র মজুত করার কাজটা চীনই প্রথম শুরু করেছে বলে খবর৷ নিয়ন্ত্রণরেখার ওপারে নিজেদের ঘাঁটিতেই প্রচুর সংখ্যক কামান, গোলা বারুদ সহ সামরিক যানবাহন আনতে শুরু করে তারা৷ এর পর একই পথে হেঁটেছে ভারতও৷ ওই অঞ্চলে অতিরিক্ত বাহিনী মোতায়েন করার পাশাপাশি চীনা বাহিনীর মতোই বিপুল সংখ্যক অস্ত্রশস্ত্র মজুত করেছে ভারতও৷ তবে ভারতের তরফে করে দেওয়া হয়েছে, লাদাখের প্যাংগং সো লেক, গালওয়ান উপত্যকা বা প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর অন্যান্য এলাকাগুলিতে স্থিতাবস্থাই বজায় রাখা হবে৷ এর পাশাপাশি ভারতীয় বায়ুসেনাও আকাশপথে ওই এলাকার উপরে সমানে নজরদারি চালিয়ে যাচ্ছে৷

TwitterFacebookWhatsAppEmailShare

#chinese, #India, #ladakh

আরো দেখুন