রাজ্য বিভাগে ফিরে যান

কেন্দ্রীয় ক্যাবিনেটে শিঁকে ছিঁড়বে বঙ্গ বিজেপির?

June 6, 2020 | 2 min read

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসন্ন কয়েক সপ্তাহের মধ্যে তার মন্ত্রিসভা রদবদল করবেন। নর্থ-সাউথ ব্লকের অলিন্দে এখন কান পাতলেই শোনা যাচ্ছে এমন খবর। আর এই রদবদলে শিঁকে ছিঁড়তে চলেছে বঙ্গ বিজেপির। সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রিসভার আসন্ন রদবদলে বাংলার অন্তত একজন বিজেপি সাংসদ মন্ত্রিসভায় ঠাঁই পাবেন। 

কার ভাগ্য খুলতে চলেছে? বাংলা থেকে মন্ত্রী হওয়ার সম্ভাব্য নাম নিয়ে প্রশ্ন উঠেছে বিজেপির অন্দরেই। বিস্বস্ত সূত্রে পাওয়া খবরে শোনা যাচ্ছে উঠে এসেছে দুটি নাম। 

কেন্দ্রীয় মন্ত্রিসভায় বর্তমানে বাংলার দুই মন্ত্রী রয়েছেন – বাবুল সুপ্রিয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী এবং দেবশ্রী চৌধুরি, মহিলা ও শিশু উন্নয়ন প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন। কেউই ক্যাবিনেট মন্ত্রী নন। ২০২১ এর বিধানসভা ভোটকে পাখির চোখ করে এখন মোদি-শাহ বাংলার প্রতি নজর দিচ্ছেন। তাই, বাংলা থেকে একজনকে ক্যাবিনেটে ঠাঁই দিতে চলেছেন তাঁরা।

কেন্দ্রীয় ক্যাবিনেটে শিঁকে ছিঁড়বে বঙ্গ বিজেপির?

মেদিনীপুরের সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের নাম আলোচনায় উঠে আসছে। পাশাপাশি, অনেকে আবার মনে করছেন বাবুল সুপ্রিয়কে হয়তো ‘প্রমোশন’ দেওয়া হতে পারে। তবে এই যাত্রায় দেবশ্রী চৌধুরীকে হয়তো প্রতিমন্ত্রী হিসেবেই খুশি থাকতে হবে। ঘনিষ্ঠ মহলে অনেক বিজেপি নেতা বলছেন, লকেট চট্টোপাধ্যায়ের মন্ত্রী হওয়ার সম্ভাবনা প্রবল। 

তবে, লকেট যেহেতু দক্ষিণবঙ্গের সাংসদ, তাই দেবশ্রী ওনার থেকে অঙ্কে এগিয়ে থাকবেন। কারণ, গত লোকসভা ভোটে উত্তরবঙ্গ বিজেপিকে ঢেলে ভোট দিয়েছে। এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের সাংসদকে ক্যাবিনেট মন্ত্রী করলে উত্তরের মানুষ হয়তো বঞ্চিত হতে পারেন। অন্যদিকে, বিজেপির অন্দরে শোনা যাচ্ছে, দিলীপ, বাবুল বা লকেট নন, দিল্লির সুনজরে এসেছেন সৌমিত্র খাঁ এবং অর্জুন সিংহ। তাদের মধ্যে একজন হয়তো মন্ত্রিত্ব বাগাতে পারেন। এইভাবে মুকুল গোষ্ঠীকেও তুষ্ট রাখা যাবে। 

২০২১ এর আগে যে বাংলার গুরুত্ব দিল্লির চোখে অসীম, সেটা বলার অপেক্ষা রাখে না।

TwitterFacebookWhatsAppEmailShare

#west bengal BJP, #Central Ministry

আরো দেখুন