বিনোদন বিভাগে ফিরে যান

সুরের জাদুকর রাহুল দেব বর্মন সম্পর্কে কিছু অজানা তথ্য

June 27, 2020 | < 1 min read

রাহুল দেব বর্মন, পঞ্চাশের দশকের এই সুরের জাদুকর ১৯৩৯ সালে আজকের দিনেই জন্মগ্রহন করেন। পিতা সুরের সম্রাট শচীন দেব বর্মন এবং মাতা মীরা দেব বর্মনের হাত ধরেই সঙ্গীতে হাতেখড়ি আর ডি বর্মণের। পরে উস্তাদ আলি আকরব খাঁ ও আশিষ খানের থেকে তালিম নেন তিনি।  সেই সময়ের অসংখ্য বাংলা, হিন্দি ছবির গানে সুর দেন তিনি।  

এই সুরকারের বর্ণময় জীবনে ওঠা-পড়া দুই-ই ছিল। দেখে নেওয়া যাক তাঁর জীবনের কিছু অজানা দিকঃ

১। আর ডি বর্মনের আরও একটি নাম পঞ্চম। এই নামেই তিনি পরিচিত ছিলেন চলচ্চিত্র  জগতে।  এই নামটি তাঁকে দিয়েছিলেন অভিনেতা  অশোক কুমার।

২। অভিনেতা মাহমুদ প্রযোজিত ‘ছোটে নবাব’ ছবির মাধ্যমেই চলচ্চিত্র জগতে অনুপ্রবেশ শচীন  পুত্রের।  

সুরের জাদুকর রাহুল দেব বর্মন

৩। অসাধারণ মাউথ অরগান বাজাতে পারতেন পঞ্চম। 

৪। তিনিই প্রথম ভারতীয় দর্শককে ইলেকট্রিক অরগানের সঙ্গে পরিচয় করিয়েছিলেন ‘ও মেরে  সোনা রে’ গান-এর মাধ্যমে।

৫। মোট ২৯২টি হিন্দি সিনেমা এবং ৩১টি বাংলা ছবির সঙ্গীত পরিচালনা করেছিলেন।

৬। রাহুল দেব বর্মনের প্রথম স্ত্রী ছিলেন রিটা। শোনা যায় রিটার সঙ্গে বিচ্ছেদের পরই ‘মুসাফির হুঁ ইয়ারো’ গানটির সুর করেছিলেন তিনি। 

৭। ‘১৯৪২: আ লাভ স্টোরি’ ছবির জনপ্রিয় গানগুলিতে সুর দিয়েই সঙ্গীত জগত তথা পৃথিবী থেকে চির বিদায় নেন ভারতীয় সঙ্গীতের এই পুরোধা।       

TwitterFacebookWhatsAppEmailShare

#RD Barman, #Unknown Facts

আরো দেখুন