দেশ বিভাগে ফিরে যান

কয়লা শিল্পের ধর্মঘটে অংশগ্রহণ করবে না আইএনটিটিইউসি

June 29, 2020 | < 1 min read

১০০ শতাংশ বিদেশি বিনিয়োগসহ কয়লা শিল্পের বেসরকারিকরণের উদ্যোগের পুরোপুরি বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি কড়া চিঠিও দিয়েছেন। কিন্তু, রাজ্যের অর্থনীতির স্বার্থে তৃণমূলের শ্রমিক সংগঠন এই ইস্যুতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির আগামী বৃহস্পতিবার থেকে ডাকা টানা তিনদিনের খনি ধর্মঘটে শামিল হচ্ছে না। রবিবার দল তথা সংগঠনের এই অবস্থানের কথা সাফ জানিয়ে দিয়েছেন আইএনটিটিইউসি’র সভানেত্রী তথা সাংসদ দোলা সেন।

কয়লা শিল্পের ধর্মঘটে অংশগ্রহণ করবে না আইএনটিটিইউসি


ধর্মঘট আহ্বানকারী বাম ও দক্ষিণপন্থী অন্য সংগঠনগুলির বক্তব্য, এই ইস্যুতে ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, ওড়িশা প্রভৃতি কয়লা উৎপাদনকারী রাজ্যের মুখ্যমন্ত্রীরাও চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীকে। সেই সব রাজ্যের ক্ষমতাসীন দল কিন্তু এই কর্মসূচিকে সমর্থনই করেছে। কিন্তু, পশ্চিমবঙ্গে তা হচ্ছে না। দেশের ৪১টি নতুন কয়লা ব্লককে বেসরকারি হাতে তুলে দেওয়ার জন্য সম্প্রতি নিলামের আনুষ্ঠানিক সূচনা করেছেন প্রধানমন্ত্রী। তার বিরুদ্ধে শ্রমিক ফেডারেশনগুলি যৌথভাবে আগামী ২ থেকে ৪ জুলাই ধর্মঘটের কথা ঘোষণা করে। এবারের এই ধর্মঘটে শামিল হচ্ছে আরএসএস-এর ট্রেড ইউনিয়ন বিএমএস’ও। মূলত বিএমএসের কয়লা ফেডারেশনের শীর্ষ নেতা ডঃ বি কে রাই এই যৌথ মঞ্চের প্রধান নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন। যৌথ মঞ্চের তরফে আইএনটিটিইউসি’র সঙ্গেও যোগাযোগ করা হয়। কিন্তু তারা ধর্মঘটে যোগ না-দেওয়ার বার্তা দেয়। তারা জানিয়েছে, কয়লা শিল্পের মতো জাতীয় সম্পদকে এভাবে বিদেশি বিনিয়োগ এবং বেসরকারিকরণের তীব্র বিরোধী সংগঠন। কিন্তু, রাজ্যের অর্থনীতির ক্ষতি করে ধর্মঘট করার বিপক্ষে আমরা। তাই এই সিদ্ধান্ত।

TwitterFacebookWhatsAppEmailShare

#Coal mine

আরো দেখুন