প্রযুক্তি বিভাগে ফিরে যান

এবার অ্যাপের মাধ্যমেই ব্লাড ব্যাংক থেকে অর্ডার করুন রক্ত

July 2, 2020 | < 1 min read

রাত বিরেতে রক্তের প্রয়োজন হলে তা জোগাড় করতে রীতিমতো হিমশিম খেতে হয়। ব্লাড ব্যাংকের সন্ধান যাও বা পাওয়া যায়, সেখানে রক্ত আদৌ মিলবে কি না, সে নিয়ে ধন্দ থেকেই যায়। রোগীকে নিয়ে দুশ্চিন্তার মধ্যেই এক ব্লাড ব্যাংক থেকে অন্য ব্লাড ব্যাংকে ছুটে বেড়াতে হয় পরিবারের লোককে। 

এই চরম দুর্ভোগ মেটাতেই এবার প্রযুক্তিকে হাতিয়ার করল কেন্দ্রীয় সরকার। এখন থেকে অ্যাপই বলে দেবে কোন ব্লাড ব্যাংকে রক্ত পাওয়া যাবে। ই-ব্লাড সার্ভিস (eBloodServices) অ্যাপটির মাধ্যমে অনলাইনেই দেখে নেওয়া যাবে ব্লাড ব্যাংকে রক্ত আছে কি না। অর্থাৎ কষ্ট করে সশরীরে আর প্রতিটি ব্লাড ব্যাংকে যেতে হবে না। ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির (Indian Red Cross Society) উদ্যোগেই এই অ্যাপটি বাস্তবায়িত হয়েছে। 

তবে শুধু রক্তের সন্ধানই দেবে না এই অ্যাপ, এর মাধ্যমে চার ইউনিট পর্যন্ত রক্তের অর্ডারও করা যাবে অনলাইনে। অর্ডার করার ১২ ঘণ্টার মধ্যে ব্লাড ব্যাংকে পৌঁছে রক্ত সংগ্রহ করতে হবে।

দেশে অতিমারীর সময় অনেককেই রক্ত জোগাড় করতে কাঠখড় পোড়াতে হচ্ছে। eBloodServices তাঁদের জন্য নিঃসন্দেহে আদর্শ। 

TwitterFacebookWhatsAppEmailShare

#eblood services

আরো দেখুন