বিবিধ বিভাগে ফিরে যান

Fair & Lovely হল Glow & Lovely, মানসিকতা বদলাবে কি?

July 3, 2020 | 2 min read

ফেয়ার অ্যান্ড লাভলির নামবদল

বিতর্ক এড়াতে নাম বদলে ফেলল ফেয়ার অ্যান্ড লাভলি। ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের পর ফেয়ারনেস ক্রিম প্রস্তুতকারক সংস্থাগুলির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন বহু মানুষ। আর তাই বিতর্কের কেন্দের ছিল ফেয়ার অ্যান্ড লাভলি। 

ফেয়ার অ্যান্ড লাভলির নামবদল

হিন্দুস্তান ইউনিলিভার একটি বিবৃতিতে জানিয়েছে, ফেয়ার অ্যান্ড লাভলির নাম বদলে রাখা হয়েছে গ্লো অ্যান্ড লাভলি। 

ফেয়ার অ্যান্ড লাভলির নামবদল

আমেরিকায় পুলিসি হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড মারা যাবার পর থেকেই সারা বিশ্বের বহু মানুষ প্রতিবাদের সুর তুলেছেন। বর্ণবাদের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন বহু মানুষ। 

ফেয়ার অ্যান্ড লাভলির নামবদল

ফেয়ারনেস ক্রিম-এর বিজ্ঞাপন ও নাম অনেক সময়ই বর্ণবাদকে উস্কে দেয বলে জানিয়েছিলেন অনেকে। শুরু থেকেই অবশ্য ফেয়ার অ্যান্ড লাভলির নাম বদলে দেওয়া হবে বলে জানিয়েছিল সংস্থাটি। 

ফেয়ার অ্যান্ড লাভলির নামবদল

নাম বদলের জন্য গত এক সপ্তাহ ধরে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের অপেক্ষায় ছিল বলে জানিয়েছে হিন্দুস্তান ইউনিলিভার। ত্বক ফরসা করার ক্রিম নিয়ে সারা বিশ্বে ইতিমধ্যে সমালোচনা বাড়ছে। এসবের মধ্যে ফেয়ার অ্যান্ড লাভলির এমন সিদ্ধান্ত উত্তপ্তচ পরিস্থিতিতে কিছুটা হলেও জল দিল। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Black Lives Matter Protest, #fair and lovely

আরো দেখুন