তথ্য যাচাই বিভাগে ফিরে যান

গালওয়ান সংঘর্ষে নিরস্ত্র ছিল ভারতীয় সেনা? জানুন আসল তথ্য

July 3, 2020 | < 1 min read

লাদাখের গালওয়ান উপত্যকায় চিনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে শহিদ হন ২০ জন ভারতীয় সেনা। সেই ঘটনার বেশ কয়েকদিন পরে কংগ্রেস নেতা 

রণদীপ সুরজেওয়ালা একটি ভিডিয়ো পোস্ট করে দাবি করেন, গলওয়ান সংঘর্ষে ভারতীয় সেনাকে নিরস্ত্র অবস্থায় পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার।

সুরজেওয়ালা লেখেন, ‘সত্য নিয়ে জলঘোলা করে লাভ নেই। দয়া করে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়োটি দেখুন আর বলুন কেন সেনার হাতে অস্ত্র নেই। যেখানে সেনা জওয়ানদের জীবনের ঝুঁকি রয়েছে, সেখানে সীমান্ত চুক্তির দোহাই দেওয়া বন্ধ করুন।’

তথ্য যাচাই

ভিডিয়োটি অন্তত ৫ মাস পুরনো। এর সঙ্গে গলওয়ান উপত্যকায় ভারত-চিনের সংঘর্ষের কোনও সম্পর্ক নেই। এই ভিডিয়োটি গত ১৩ই জানুয়ারি YBVlog নামে একটি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। ভিডিয়োর ক্যাপশনে লেখা রয়েছে ‘অরুণাচল প্রদেশ সীমান্তে আইটিবিপি জওয়ানদের সঙ্গে চিনা সেনার বিবাদ।’ 

TwitterFacebookWhatsAppEmailShare

#galwan clash, #Fact Check

আরো দেখুন