তথ্য যাচাই বিভাগে ফিরে যান

কলকাতা থেকে বাসে করে লন্ডন – ভাইরাল ছবি কি সত্যি?

July 3, 2020 | < 1 min read

ব্রিটিশদের রাজধানী ছিল কলকাতা। এই শহরকে বলা হাত এশিয়ার লন্ডন। বর্তমানে কলকাতাকে লন্ডন বানানো নিয়ে অনেকেই রসিকতা করে থাকেন৷ কিন্তু কলকাতা ও লন্ডনের যোগ খুব নিবিড়৷ একসময় কলকাতা থেকে বাসে করে লন্ডন যাওয়াও যেত। অবাক হচ্ছে? বিশ্বাস হচ্ছে না?শুনতে অদ্ভুত লাগলেও সত্যি! বাসে কলকাতায় আসতেন লন্ডনের অভিজাত ধনীরা৷

সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ লন্ডনের ভিক্টোরিয়া কোচ স্টেশনে একটি বাসে যাত্রী উঠছেন৷ বাসের উপরে লেখা, লন্ডন থেকে কলকাতা৷ প্রথমে অনেকেই ভেবেছিলেন, ছবিটি হয়তো ভুয়ো৷ কিন্তু না৷ ১৯৫০-এর দশকে লন্ডন থেকে কলকাতা বাস পরিষেবা ছিল৷ তবে শুধুমাত্র ধনী ব্যক্তিরাই ওই বাসে উঠতে পারতেন৷ টিকিটের দাম ছিল ৮৫ পাউন্ড (ভারতীয় মুদ্রায় ৮ হাজার টাকা)৷ সেই সময় অনুযায়ী খুবই দামি৷

সোশ্যাল মিডিয়ায় ওই বাসের টিকিটের একটি ছবিও ভাইরাল৷ তাতে লেখা রয়েছে বাসের রুট৷

লন্ডন থেকে বাসটি যেত বেলজিয়াম৷ সেখান থেকে পশ্চিম জার্মানি, অস্ট্রিয়া, যুগোস্লোভিয়া, বুলগেরিয়া, তুরস্ক, ইরান, আফগানিস্তান হয়ে পশ্চিম পাকিস্তান দিয়ে ভারতে৷ তারপর দিল্লি, আগ্রা, এলাহাবাদ, বারাণসী হয়ে কলকাতা৷ ৫ দিন সময় লাগবে কলকাতা পৌঁছতে৷

এই লাক্সারি বাসটির ট্যাগ লাইন ছিল, ‘Your complete home while you travel৷’

TwitterFacebookWhatsAppEmailShare

#Fact Check, #London Calcutta Bus

আরো দেখুন