প্রযুক্তি বিভাগে ফিরে যান

জুম অ্যাপের বিকল্প আনলো জিও, হুবুহু নকল মত নেটিজেনদের

July 4, 2020 | < 1 min read

জুম অ্যাপের বিকল্প জিও মিট। HD ফর্ম্যাটে ভিডিও কনফারেন্স অ্যাপ তৈরি করল রিলায়েন্স জিও। জিও মিটে একসঙ্গে ১০০ জন ভিডিও কনফারেন্সে যোগ দিতে পারবেন। জিও-মিটে কনফারেন্স করতে কোনও ইনভাইট কোডেরও প্রয়োজন নেই। বৃহস্পতিবার রাতে জিও-মিটের কথা ঘোষণা করে রিলায়েন্স জিও।

সংস্থার দাবি, ভারতীয়দের নিজস্ব ভিডিও কনফারেন্স প্ল্যাটফর্মের চাহিদা পূরণ করবে জিও-মিট। তথ্য সুরক্ষার পাশাপাশি গ্রাহকদের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই অ্যাপটি তৈরি হয়েছে। পেশাদারী ক্ষেত্রে ও ব্যক্তিগত জীবনে ভিডিও কনফারেন্স করার জন্য সবরকম ফিচার থাকছে জিও মিটে।

জুম অ্যাপের বিকল্প জিও মিট। চিত্র সৌজন্যেঃ- newsheads

অ্যান্ড্রয়েড ও আইওএস ফোনে জিও মিট পরিষেবা ব্যবহার করা যাবে ৷ যে কেউ জিও মিট ব্যবহার করতে পারবেন ৷ কনফারেন্স করতে ইনভাইট কোড দরকার নেই ৷ জিও মিট ব্যবহারের জন্য টাকা লাগবে না ৷ জুম অ্যাপ ব্যবহার করা নিয়ে আগেই সতর্ক করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। রেকর্ড কম সময়ে বিকল্প নিয়ে এল রিলায়েন্স জিও।

অবশ্য এই অ্যাপ নিয়ে ইতিমধ্যেই নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলতে শুরু করেছেন। অনেকের দাবি, জিও মিট জুম অ্যাপের হুবুহু নকল। অনেকে ব্যঙ্গ করে টুইটও করছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Zoom, #reliance jio, #jiomeet, #India

আরো দেখুন