বিবিধ বিভাগে ফিরে যান

প্রয়াত ‘ম্যাডক্স স্কোয়্যার’ খ্যাত মৃৎশিল্পী অরুণ পাল, শোকের ছায়া পটুয়াপাড়ায়

July 5, 2020 | < 1 min read

করোনার দাপটে এবছর দুর্গাপুজো করা নিয়ে দোটানায় উদ্যোক্তারা। রথযাত্রা পেরিয়ে গেলেও সেই মত বায়না না পেয়ে চিন্তায় মৃৎশিল্পীদের। আর তার মধ্যেই এল আরও একটা খারাপ খবর। প্রয়াত হলেন বিখ্যাত মৃৎশিল্পী অরুণ পাল। শনিবার তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে পটুয়াপাড়া থেকে শুরু করে কলকাতার পুজো শিল্পীমহলে।

দুর্গাপুজোয় দক্ষিণ কলকাতার কমবয়সীদের আড্ডার একমাত্র ডেস্টিনেশন ম্যাডক্স স্কোয়্যার। অরুণবাবু দীর্ঘ একদশক ধরে ম্যাডক্স স্কোয়্যারের সাবেকি প্রতিমার নেপথ্য কারিগর ছিলেন। এদিন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৫৫।

মৃৎশিল্পী অরুণ পাল

বেহালার বাসিন্দা অরুণ পাল ছিলেন প্রবাদপ্রতীম শিল্পী অমর পালের সুযোগ্য জ্যেষ্ঠপুত্র। কলকাতার বিভিন্ন পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল তাঁর নাম। তার মধ্যে সবচেয়ে উল্লেখ্যযোগ্য হল ম্যাডক্স স্কোয়্যার। গভর্নমেন্ট আর্ট কলেজের ছাত্র অরুণবাবু কলকাতার দুর্গাপুজোয় তাঁর বাবার মতোই নাম করেছিলেন।

সাবেকি ঘরানার সঙ্গে থিমকে মিশিয়ে বহু পুরস্কারও পেয়েছেন তিনি। তাঁর মতো এমন গুণী শিল্পীকে হারিয়ে যেন মণিহারা হল পটুয়াপাড়া।

TwitterFacebookWhatsAppEmailShare

#fame artisan, #arun pal

আরো দেখুন